Sukanta Majumder Wife Dual Voter Card : সুকান্ত মজুমদারের স্ত্রীর দুই ভোটার কার্ড?

12

ডিজিটাল ডেস্ক, ২৫ মে : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের দুটি ভোটার কার্ড থাকার অভিযোগকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে (Sukanta Majumder Wife Dual Voter Card)।এই ঘটনায় বিজেপির অস্বস্তি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি গোষ্ঠীকলহও সামনে এসেছে। এদিকে, বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে লিখিত আবেদন করেছেন।

প্রসঙ্গত একটি ভোটার কার্ড জলপাইগুড়ির ঠিকানায়। অন‍্যটি বালুরঘাটের ঠিকানায় জলপাইগুড়ির কার্ডে নাম কোয়েল চৌধুরী বালুরঘাটের কার্ডে নাম কোয়েল মজুমদার । বিয়ের পর এই কার্ড বানান তিনি। ফর্ম ১৮ জমা না দিয়ে বিয়ের পর নতুন কার্ড বানান সুকান্ত বাবুর স্ত্রী।

বঙ্গ বিজেপি যখন একই ব্যক্তির নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে সরব এবং বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে, তখনই দলের রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুটি জায়গায় ভোটার তালিকায় থাকার বিষয়টি সামনে এসেছে। ফলে, এই ভোটার তালিকাকে ইস্যু করে শাসকদলকে আক্রমণ করতে আসা বিজেপি নিজেই এখন চাপের মুখে পড়েছে।

বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস‌্য সামশুর রহমান বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও দিয়েছেন। দলের রাজ‌্য সভাপতির স্ত্রীর দু’জায়গায় ভোটার কার্ড থাকায় বিজেপিই অস্বস্তিতে পড়ল বলে নাড্ডাকে চিঠিতে জানিয়েছেন সামশুর। উল্লেখ‌্য, সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুকান্তর স্ত্রী কোয়েলের নাম বালুরঘাট ও জলপাইগুড়ি দুই জায়গার ভোটার তালিকাতেই রয়েছে বলে অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল ইতিমধ্যেই দাবি তুলেছে, দু’জায়গায় ভোটার তালিকায় স্ত্রীর নাম কীভাবে হতে পারে এর জবাব সুকান্ত মজুমদারকে দিতে হবে। বালুরঘাটের বিজেপি সাংসদের অবশ‌্য সাফাই, রাজ‌্য প্রশাসনের ইচ্ছা বা অনিচ্ছাকৃত গাফিলতিতেই এটা হয়েছে।