Supreme Court Primary Teachers : প্রাথমিকের শূন্যপদে নিয়োগে পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
ডিজিটাল ডেস্ক, ২৭ মে : প্রাথমিকের শূন্যপদে নিয়োগ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগের রায়ই বহাল থাকবে। ফলে, ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ পূর্ব নির্দেশ অনুসারেই সম্পন্ন হবে এবং ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেই এই পদগুলি অন্তর্ভুক্ত করা হবে (Supreme Court Primary Teachers)।
২০১৪ সালের টেটের ভিত্তিতে রাজ্য সরকার দুই দফায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ করে—প্রথমবার ২০১৬ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে। শুরুতে ১৬,৫০০টি পদে নিয়োগের পরিকল্পনা থাকলেও, ২০২০ সালের নিয়োগপ্রক্রিয়া শেষে দেখা যায় যে ৩,৯২৯টি পদ এখনও খালি রয়েছে। এই শূন্যপদ ঘিরে তৈরি হয় আইনি জটিলতা, যা পরবর্তীতে কলকাতা হাই কোর্টে গড়ায়। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের মেধার ভিত্তিতে এই শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালের টেট উত্তীর্ণরা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাঁদের যুক্তি ছিল, যেহেতু ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই নতুন নিয়োগের জন্য নতুনভাবে প্রক্রিয়া শুরু করা উচিত, যেখানে শুধু ২০১৪ সালের নয়, ২০১৭ সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া প্রয়োজন। তবে শুনানির পর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে ওই শূন্যপদের দাবিদার কেবল ২০১৪ সালের টেট উত্তীর্ণরাই এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না।