Supreme Court Scolded ED : ইডিকে “রাজনৈতিক লড়াই” লড়তে ব্যবহার করা হচ্ছে কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের
ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : ইডির বিষয়ে তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের মুখে। কেন্দ্রের ইডিকে ব্যবহার করার বিরোধীদের অভিযোগ এবার কার্যত উঠে এল শীর্ষ আদালতের বিচারপতির মুখে (Supreme Court Scolded ED)।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে “রাজনৈতিক লড়াই” করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কর্ণাটকের দুটি মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই-এর।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতী এবং কর্ণাটক নগর উন্নয়ন দফতরের মন্ত্রী বি সুরেশের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সংক্রান্ত যে মামলা দায়ের হয়, তাকে আগেই খারিজ করেছিল কর্ণাটক হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। এদিন সেই মামলাতেই এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
ইডির আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, “রাজনৈতিক দলের ভোটারদের মধ্যে রাজনৈতিক লড়াই হোক। কেন ইডিকে এর জন্য ব্যবহার করা হচ্ছে?” মহারাষ্ট্রে ইডির বিষয়ে তাঁর কিছু দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর হুঁশিয়ারি, “আদালতকে কিছু বলতে বাধ্য করবেন না। অন্যথায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্পর্কে খুব কঠোর কিছু বলতে হবে।” এদিন ইডির অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চে যে রায় দেওয়া হয়েছিল, তাতে কোনও ত্রুটি নেই জানিয়ে ইডির মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
দীর্ঘদিন ধরে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বকে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করার অভিযোগ করছে বিরোধীরা। সোমবার যে কথা বলেছেন প্রধান বিচারপতি বি আর গাভাই, তাতে বিরোধীদের দাবিই কার্যত মান্যতা পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।