Suvendu Adhikari:’আগে প্রাণ বাঁচান,ভুলেও কাশ্মীর যাবেন না’,শুভেন্দু অধিকারীর নিদান

12

ডিজিটাল ডেস্ক ১১ই জুলাইঃ গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেছেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালি পর্যটকদের নির্ভয়ে কাশ্মীরে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সেই আবেদনের প্রবল সমালোচনা করে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু সমালোচনাই নয়, মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছেন তিনি। শুভেন্দুর(Suvendu Adhikari) সেই মন্তব্যেরও পাল্টা সমালোচনায় সরব রাজ্যের শাসকদল।

এই আবহে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে।এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “কোনও বাঙালি কাশ্মীর যাবেন না। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না।” তিনি আরও যোগ করেন,” একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ডে যান। ওড়িশা যান। প্রাণ আগে। সন্তানদের জীবন বাঁচান। নিজের জীবনরক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না।” পহলেগাঁও জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন বাংলার বিতান অধিকারী ও সমীর গুহ। শুভেন্দুর বক্তব্য, আমি বিমানন্দরে ওদের চোখের জল দেখেছি। সবাইকে বারণ করছি মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার সমালোচনার করে লেখা হয়েছে, “গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশবাসীকে জম্মু-কাশ্মীর ভ্রমণের আহ্বান জানান। অথচ BJP-র নেতারা, বিশেষত শুভেন্দু অধিকারী, মানুষকে কাশ্মীর না যাওয়ার পরামর্শ দিয়ে প্রকাশ্যে ভয় ছড়াচ্ছেন। পহেলগাঁওতে জঙ্গি হামলার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া আর শুভেন্দু ঠিক সেই কাজটাই করছেন, যা জঙ্গিরা চেয়েছিল। এটা লজ্জাজনক, পরিকল্পিত এবং সাম্প্রদায়িক উসকানির নজির। এই সেই বিজেপি, যারা ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে চায়। গণতান্ত্রিক দেশে এই ধরনের উক্তির কোনও স্থান নেই।

উল্লেখ্য, গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। পরে ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের পর্যটকদের উচিত কাশ্মীরে যাওয়া, কোনও ভয় নেই। আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীরে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে।”