ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বাধার সম্মুখীন হন। অভিযোগ, কোচবিহারে প্রবেশের পথে খাগড়াগড় এলাকায় তৃণমূলের কিছু সমর্থক শুভেন্দুর কনভয় আটকিয়ে বিক্ষোভ শুরু করে। অভিযোগ উঠেছে, কনভয়ের কয়েকটি গাড়ির ওপর ইটও ছোড়া হয়। ইটের আঘাতে শুভেন্দুর গাড়ির পেছনের জানালার কাঁচ ভেঙে যায় (Suvendu Adhikari Convoy Attack)।
বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনায় মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই অনুযায়ী তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছান। এরপর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। জানা গেছে, বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে তাঁর কনভয় খাগড়াবাড়ি এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিশৃঙ্খলা শুরু হয়।
মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির, সেই কর্মসূচিতে অংশ নিতে কোচবিহারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় যখন খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছায়, তখনই পরিস্থিতির মোড় ঘুরে যায়। সেই এলাকায় আগে থেকেই বেশ কয়েকজন জমায়েত হয়েছিলেন, যাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা, কারও হাতে আবার কালো পতাকাও দেখা যায়। শুভেন্দুর কনভয় সেখানে পৌঁছাতেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। অভিযোগ, ওই বিক্ষোভকারীদের মধ্য থেকেই শুভেন্দুর গাড়ির দিকে জুতো ছোড়া হয়। এমনকি দলীয় পতাকার লাঠি দিয়েও গাড়ির কাচ ভাঙচুর করা হয়। তবে এই হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের উপস্থিতিতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলেই অভিযোগ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। গন্তব্যের উদ্দেশে রওনা হন শুভেন্দু।