Suvendu Adhikari News: “জয় বাংলা”-র পাল্টা ‘পাকিস্তানি… রোহিঙ্গা…’? ছুটে এলেন শুভেন্দু অধিকারী

87

ডিজিটাল ডেস্ক ৩১ শে জুলাইঃ হটাৎ-ই এক ব্যক্তির গলায় রব উঠল “জয় বাংলা”। ঠিক সেই মুহূর্তেই সেখান দিয়ে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কনভয়। তারপরই মুহূর্তের মধ্যে সেখানকার স্বাভাবিক চিত্রটা বদলে গেল নিমেষেই। হঠাৎই গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে গেলেন শুভেন্দু। এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি Nktv Bangla) ছড়িয়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। বাংলার রাজনীতিতে স্লোগান বাজি এই প্রথম নয়। আখচার ঘটেই থাকে এইরকম রাজনীতি। স্লোগানের পাল্টা স্লোগান দেওয়া রাজনীতির একটা অঙ্গ। সেই পরিপ্রেক্ষিতে একটি মানুষের দিকে হটাৎ তেড়ে গিয়ে পাল্টা ‘পাকিস্তানি… রোহিঙ্গা…’ বলে দাগিয়ে দেওয়া কি সাজে কোন দায়িত্বপ্রাপ্ত দলনেতার(Suvendu Adhikari News) ?

হুগলির রাস্তা দিয়ে ছুটে চলেছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। সম্প্রতি তৃণমূলের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে শুভেন্দু জানতে চান, কে এমন স্লোগান দিচ্ছেন? একজন এগিয়ে এলে তাঁকে বলা হয়, ‘জয় শ্রীরাম বলুন।’ এর পরেই দু’জনের মধ্যে কিছু বাদানুবাদ হয়। ফেরত যাওয়ার পথে ওই ব্যক্তিকে লক্ষ্য করে ‘রোহিঙ্গা’,‘পাকিস্তানি’ বলতেও শোনা যায় শুভেন্দুকে।

জানা গিয়েছে, বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হুগলির পুরশুড়া বিধানসভার হেলান এলাকায়। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে ‘কন্যা সুরক্ষা যাত্রা’ নামে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন শুভেন্দু। যাত্রাপথে ঘটনাটি ঘটে। ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি Nktv Bangla ) শেয়ার করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। ‘জয় বাংলা’ শুনলে গায়ে যেন ফোস্কা পড়ে! হুগলির পুরশুড়ায় গাড়ি থামিয়ে হিন্দু নাগরিককে রোহিঙ্গা–পাকিস্তানি বলছেন! জয় শ্রীরাম বলতে হবে, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন? দিন ঘনিয়ে আসছে, মুখ থুবড়ে পড়বেন!’

বিষয়টি নিয়ে পুরশুড়ার বিজেপির বিধায়ক বিমান ঘোষ,‘এটা তো তৃণমূলের কালচার। বিরোধী দলনেতা একটি মিটিংয়ের জন্য যাচ্ছিলেন। সেখানে এরকম বলার কী দরকার ছিল? তৃণমূলের এক কর্মী এরকম স্লোগান দিয়েছেন। উনিও জয় শ্রী রাম বলেছেন। মিটে গিয়েছে।’