ডিজিটাল ডেস্ক, ১৬ মে : সাবেক সতীর্থ জন বার্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, তবে বিরোধী দলনেতা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এর ফলে, বার্লার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শুভেন্দু আইনি নোটিস পাঠিয়েছেন (Suvendu Adhikary John Barla)। পাশাপাশি, ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী তাঁর X হ্যান্ডেলে লেখেন, “কোনও প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন বার্লা।” এই কারণেই তিনি জন বার্লাকে আইনি নোটিস পাঠিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, আগামী সাত দিনের মধ্যে বার্লাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, সদ্য তৃণমূলে যোগদানকারী বার্লার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে যোগ দেন জন বার্লা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “৭ মাস ধরে আলোচনা চলছিল। দিদি নিজে ফোন করেছিলেন। আমি চা বাগানের উন্নয়নের জন্য কাজ করতে চেয়েছিলাম। মন্ত্রী হওয়ার পরও বিভিন্ন কাজে বাধার সম্মুখীন হতে হয়েছে। রেলের সহযোগিতায় হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু বিরোধী দলনেতা বাধা দিয়েছিলেন। জনতার সমর্থন নিয়ে জয়লাভ করলেও শুভেন্দু অধিকারীর বাধার কারণে কোনও উন্নয়নমূলক কাজ করতে পারিনি।” তিনি আরও দাবি করেন, “জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয়েছিল, শুধু মউ স্বাক্ষর বাকি ছিল। শুভেন্দু রেল দপ্তরে সরাসরি ফোন করে কাজে বাধা দেন। যদি এই দল আমাকে বাধা দেয়, তবে আমি কেন সেই দলে থাকব? আমার দলই আমাকে অপমান করেছে, উন্নয়নমূলক কাজ করতে দেয়নি।” এই মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী জন বার্লাকে আইনি নোটিস পাঠিয়েছেন।
Comments are closed.