Suvendu-Humayun: শুভেন্দু সুরে হুমায়ন,SIR বিতর্কে শুভেন্দু-হুমায়ন এক মঞ্চে?

68

ডিজিটাল ডেস্ক ২রা অগাস্টঃ সব সময়ের বিতর্কিত হুমায়ুন আবারো সিরনামে। এবার এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানালেন তিনি। হুমায়ুনের কথায়, “শুভেন্দু ঠিকই বলেছেন। আমি ওঁর বক্তব্যের সঙ্গে এক মত(Suvendu-Humayun)।”

সম্প্রতি শুভেন্দু দাবি করেছিলেন,’বহু WBCS ও IAS অফিসার তাঁকে ‘তথ্য দিয়ে সাহায্য করছেন’। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছিল। এমন আবহে শুভেন্দুর সুরে সুর মিলিয়ে হুমায়ুন কবীর বলেন, “আমরা জানি মুর্শিদাবাদে এমন অনেক অফিসার আছেন, যারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন। ভিতরে ভিতরে তাঁকে মদত দেন। কান্দির আইসি-কে গিয়ে জিজ্ঞাসা করুন, শুভেন্দু তোমার কে হয়?” তাঁর দাবি, এই আধিকারিকেরা শুভেন্দুকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য দিয়ে সাহায্য করছেন।

গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, “১০০-র বেশি WBCS অফিসার, ২০ জনেরও বেশি IAS অফিসার আমাকে এসআইআর সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করছেন। কারণ, ওঁরাও চান প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক।” তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

এসআইআর নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই এই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের একাংশ অবশ্য হুমায়ুনের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। কিন্তু এভাবে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে দলেরই অনেকে প্রশ্নও তুলছেন। এ ব্যাপারে সম্ভাব্য বিতর্ক প্রসঙ্গে হুমায়ুন বলেন, “যেটা সত্যি সেটাই বলছি।”