Bokul Phooler Mala : শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার গল্প, SVF-এর নতুন গান ‘বকুল ফুলের মালা’

1 157

আজকের প্রজন্মের মধ্যে যখন আজীবন ভালবাসা এবং প্রতিশ্রুতি ম্লান হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিগুলি মাঝপথেই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হাতে হাত ধরে পথ চলার সেই প্রতিশ্রুতি। তার মধ্যে আজও দেখা যায় ভালবাসাকে যত্নে আগলে রাখার কিছু গল্প। এমনই এক গল্প ফুটে উঠেছে SVF মিউজিকের নতুন মিউজিক্যাল ভিডিয়ো ‘বকুল ফুলের মালা’-য় (Bokul Phooler Mala)। এই সুন্দর গানের ভিডিওটিতে ফুটে উঠেছে সম্পর্কের মিষ্টত্বা, বৃদ্ধ বয়সেও একে অপরের উত্থান-পতনে পাশে থাকার গল্প। শুরু থেকে তাঁদের পথ চলা, আদরে যত্নে একটা সংসারকে লালন করার গল্প ফুটে উঠেছে এই মিউজিক ভিডিয়োতে। তাঁদের এই গল্প এক-দু’মাসের বা এক-দু’বছরের নয় কয়েক দশকের।

পাশাপাশি তুলে ধরা হয়েছে বাবা-মায়ের একা থাকার গল্প। ছেলে বিদেশে, ফোন ধরে না, যোগাযোগ রাখে না বাবা-মায়ের সঙ্গে, সেই সমস্ত চিরাচরিত গল্পই তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে।

বকুল ফুলের মালা’ এক প্রবীণ দম্পতির হৃদয়গ্রাহী গল্প বলে যাদের আজীবন প্রেমের যাত্রা কমলতা এবং যত্নের সাথে চিত্রিত হয়েছে। জীবনের কয়েক দশকের উত্থান-পতনে ভরা তাদের গল্প সদা প্রাণবন্ত ও মর্মস্পর্শী।

উল্লেখ্য, বেশ কয়েকটি সফল হিটের পরে, সুরকার এবং গীতিকার প্রলয় এই গানের জন্য একটি নস্টালজিক এবং অনন্য সাউন্ডস্কেপ তৈরি করেছেন। তিনি ‘শ্রীকান্ত’ এবং ‘বাংলার গান ইন্ডিজ’-এরও গীতিকার ছিলেন। তাঁর গানের কথা দিয়ে সব সময় তিনি শ্রোতাদের মন ছুঁয়েছিলেন। আর এবার তিনিই ‘বকুল ফুলের মালা’ গানটিরও কথা লিখেছেন।

এই মিউজিক ভিডিয়োয় গান গেয়েছেন উৎস। প্রসঙ্গত, SVF মিউজিক সব সময়ই নতুন প্রতিভাকে প্রচারের আলোয় আনার চেষ্টা করে। এই কাজে উৎসকে লাইমলাইটে এনেছেন তাঁরা।

ভিডিওটিতে জয়শ্রী বোস এবং পঙ্কজ কুমার মুন্সীকে দেখা গেছে, যারা নীলিমা এবং ফণিভূষণের চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছেন। তাদের চিত্রায়ন গভীরতা এবং আপেক্ষিকতা যুক্ত করে, গল্পটিকে আরও সংবেদনশীল এবং আকর্ষক করে তোলে। নীলিমা এবং ফণিভূষণের মধ্যে অনন্য বন্ধন এই ভিডিওটির স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য।

গানটি SVF মিউজিক ইউটিউব চ্যানেলে ২৬ জুলাই সকাল ১১ টায় মুক্তি পায়। গানটি এখন এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে লাইভ!

1 Comment
  1. www.xmc.pl says

    This isn’t just something to read — it’s something to return to, like a favorite place.

Leave A Reply

Your email address will not be published.