Tamilnadu Train Fire:তামিলনাড়ুর মালবাহী ট্রেনের তেলের ট্যাঙ্কারে বীভৎস আগুন

16

ডিজিটাল ডেস্ক ১৩ই জুলাইঃ তামিলনাড়ুতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোরে তিরুভাল্লুরের কাছে একটি মালবাহী ট্রেনের ডিজ়েলের ট্যাঙ্কারে আগুন লাগে। সূত্রের খবর, ৪৫টি ট্যাঙ্কারে ডিজ়েল বহনকারী মালবাহী ট্রেনটি চেন্নাইয়ের এন্নোর ছেড়ে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। রবিবার ভোর ৫টা নাগাদ তিরুভাল্লুরের কাছে এগাত্তুর এলাকায় ট্রেনটি আসার পরেই একটি ট্যাঙ্কারে হঠাৎ আগুন লাগে। দমকলের কর্মীরা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তেলের ট্যাঙ্কার হওয়ায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাই-আরাক্কোনাম রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। সেই সঙ্গে অনেক ট্রেন বাতিলও করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি(Tamilnadu Train Fire)।

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি মালগাড়ির তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। ওই মালগাড়িতে ৪৫টি তেলের ট্যাঙ্কার নিয়ে চেন্নাই থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়ির শেষের দিকের একটি ট্যাঙ্কারে আচমকা আগুন লাগে। নিমেষে সেই আগুন ছড়াতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়।

মালগাড়িটিতে ৪৫টি তেলের ট্যাঙ্কার থাকায় বিরাট ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের আশঙ্কা ছিল। দ্রুত ঘটনাস্থলে যান আরপিএফ এবং দমকলের আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় কোনও বড় ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দীর্ঘক্ষণ মালগাড়িটি লাইনের উপর দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়। অনেক ট্রেন দেরিতে চলছে।

আচমকা তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগল কীভাবে? সেটা অবশ্য স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে নাকি এটি নিছক দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। আরপিএফের পাশাপাশি তামিলনাড়ু পুলিশ ঘটনার তদন্ত করছে।