Texas Flood : হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, ‘১০০ বছরে সবচেয়ে ভয়াবহ’! কোথায় এই পরিস্থিতি?

12

ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে টেক্সাসের পরিস্থিতি। প্রচণ্ড বন্যা ও ভূমিধসের জেরে সেন্ট্রাল টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। সবচেয়ে বিপর্যস্ত কের কাউন্টি, যেখানে এখন পর্যন্ত ২৮ জন শিশুসহ ৮৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ, চলছে তল্লাশি ও উদ্ধারকার্য। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে (Texas Flood)।

আমেরিকার দক্ষিণ-মধ্য টেক্সাসে গত কয়েক দিন ধরেই টানা বর্ষণের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। ৪ জুলাই, শুক্রবার আচমকাই ভয়াবহ বন্যা দেখা দেয়। গুয়াদালুপে নদীর জল মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট বেড়ে যায়, ফলে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গভর্নর ড্যান প্যাট্রিক জানান, এই আকস্মিক বিপর্যয়ের ফলে যথাসময়ে কোনও সতর্কবার্তা জারি করাও সম্ভব হয়নি। বিশাল জলপ্রবাহে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা—প্রকৃতি যেন হঠাৎ রুদ্ররূপে ধেয়ে আসে।

টেক্সাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরও অস্বস্তিকর বার্তা দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে আরও ঝড় ও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা উদ্ধারকাজে নতুন করে বাধা সৃষ্টি করছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন কর্মীরা। যে ২৮ জন শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁরা সকলেই একটি সামার ক্যাম্পে অংশ নিতে এসেছিলেন বলে জানা গেছে। এই মর্মান্তিক বন্যাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, গত ১০০ বছরের ইতিহাসে টেক্সাস এমন বিপর্যয়ের সম্মুখীন হয়নি।