কলকাতা, ১ মে: কলকাতায় হঠাৎ ঝেঁপে নামল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’-তিন ঘণ্টা ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কলকাতায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে ওই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার শুধু ওই তিন জেলাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, অনেক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢেকেছিল কলকাতার আকাশ। দুপুর গড়াতেই তাপমাত্রা কিছুটা বাড়লেও গরমের তীব্রতা ছিল অনেকটাই নিয়ন্ত্রিত। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম ছিল। রাতের বৃষ্টির পর শুক্রবারও শহরের আবহাওয়া মনোরম এবং আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।
Comments are closed.