Titagarh Blast : টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ

9

ডিজিটাল ডেস্ক, ১৯ মে : টিটাগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে ভোরবেলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে (Titagarh Blast)। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল ধসে পড়ে, পাশের বাড়ির ছাদ উড়ে যায়, এবং আশপাশের তিন-চারটি ঘর ভেঙে যায়। বিস্ফোরণের অভিঘাতে গোটা এলাকা কেঁপে ওঠে। বিকট শব্দে ঘুম ভেঙে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। জানা গেছে, ওই ফ্ল্যাটটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরান মণ্ডলের।

স্থানীয়দের মতে, ওই ফ্ল্যাটের দরজা প্রায়শই খোলা থাকত, যেখানে শিশুদের খেলতে দেখা যেত। এই অবস্থায় কেউ সেখানে বিস্ফোরক রেখেছিল কিনা, তা তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ। পুলিশ আধিকারিকদের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিতভাবে তদন্ত চলছে।

কাউন্সিলর আরমান মণ্ডল জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটে বিস্ফোরণ কীভাবে ঘটল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ওই ফ্ল্যাট দীর্ঘদিন ধরে ফাঁকাই পড়ে ছিল, তাই সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে তিনিও বিভ্রান্ত। তিনি আরও দাবি করেন, কেউ ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে তিনি পুলিশি তদন্তের উপর সম্পূর্ণ আস্থা রাখেন।

কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেছেন যে, ওই ফ্ল্যাটে অবশ্যই বোমা রাখা ছিল। তাঁর দাবি, যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করে, তাহলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসবে।

Comments are closed.