ডিজিটাল ডেস্ক ৩রা অগাস্টঃ পরকীয়ার জের ! ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় । শুক্রবার রাতে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর গৃহবধূকে তাঁর স্বামী প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর রাস্তায় শুরু হয় বেধড়ক মারধর। ঘটনাটি ঘটে গুসকারার বাগদিপাড়া এলাকায়(TMC Councillor)।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি গাড়িতে করে প্রেমিকের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই গৃহবধূ। তবে তক্কে তক্কে ছিলেন স্বামী। সন্দেহের বশেই ওই গাড়িটিকে মাঝরাস্তায় আটকে দেন তিনি। তারপর স্ত্রী ও তাঁর সঙ্গে থাকা যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করেন।
মুহূর্তে জড়ো হয়ে যায় স্থানীয় মানুষ। এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা থানার পুলিশ। তবে দু’পক্ষের কেউই অভিযোগ জানাতে রাজি না হওয়ায় পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
স্থানীয় সূত্রে খবর, বছর আটেক আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল। তাঁদের ছ’বছরের একটি সন্তানও রয়েছে। স্বামীর দাবি, স্ত্রী মেমারি এলাকার এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে। বিষয়টি নিয়ে আগেও সতর্ক করেছিলেন তিনি, কিন্তু লাভ হয়নি।
ঘটনার পর স্বামী-স্ত্রীকে আলোচনায় বসিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে ‘মিটমাট’-এর প্রস্তাব দেন। কিন্তু গৃহবধূ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না। স্থানীয়দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রেমিক যুবককে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।