ডিজিটাল ডেস্ক, ২৭ এপ্রিল: পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আর সার্জিক্যাল স্ট্রাইক নয়, এবার সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্টে কেন্দ্রকে বিঁধে তিনি বলেন, কাশ্মীরে জঙ্গি হামলার পেছনে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে শুধুমাত্র ‘ন্যারেটিভ’ ছড়ানো হচ্ছে।
রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “গত কিছুদিন ধরে আমি একাধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যম এবং কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পেছনে নিরাপত্তার গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে।”
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন, “এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। যেই ভাষায় তারা বোঝে, এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক।”
প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ের একটি রিসোর্টে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাটি ধর্মীয় পরিচয় দেখে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে এসেছিল। হামলায় মোট ৪০ রাউন্ড গুলি চলে। মূলত অমুসলিমদের টার্গেট করা হয়েছিল। এই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)। জানা গেছে, হামলায় অংশ নেওয়া বেশিরভাগ জঙ্গি বিদেশি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে চার জঙ্গির ছবি।
Comments are closed.