ডিজিটাল ডেস্ক, ৪ অগাস্ট : তৃণমূল কংগ্রেসের অন্দরে আরও বড় দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Power Shuffle)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে লোকসভায় তৃণমূলের দলনেতার ভূমিকাও পালন করবেন তিনি।
সোমবার দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন লোকসভায় দলের নেতা ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে সুদীপকে আপাতত ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিষেকের হাতে।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে লোকসভায় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন, রাজ্যসভায় কাজ মসৃণভাবে চললেও, লোকসভায় দল সেভাবে সক্রিয় নয়।
সূত্রের খবর, লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে ঘোষণা করার পরই পদত্যাগ করেন এতদিন দলের চিফ হুইপের দায়িত্বে থাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর জায়গায় এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়নি, তবে আপাতত সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দলের মধ্যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভায় পৃথক সংসদীয় দলের নেতা থাকেন। রাজ্যসভায় এই দায়িত্বে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, আর এতদিন লোকসভায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর জায়গায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দুই কক্ষের সংসদীয় দলের চূড়ান্ত নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই—তিনি দুই কক্ষেরই চেয়ারপার্সন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে তৃণমূলের নেতৃত্বে এক নতুন প্রজন্মের উত্থানের ইঙ্গিত স্পষ্ট। অনেকে মনে করছেন, অভিষেকের লোকসভা নেতৃত্বে উঠে আসার মাধ্যমে দলের অভ্যন্তরে পালাবদলের সূচনা হল। এখন প্রশ্ন, দলে থাকা অন্যান্য প্রবীণ সাংসদ ও বিধায়কদের ভূমিকা কি ধীরে ধীরে সীমিত করে দেওয়া হবে?
উল্লেখযোগ্যভাবে, বয়সজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রসঙ্গ প্রথম সামনে এনেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই প্রেক্ষিতে তাঁর নতুন দায়িত্বকে তৃণমূলের ভবিষ্যৎ রূপরেখার অংশ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সংসদের চলতি বাদল অধিবেশনে একের পর এক বিতর্কে উত্তাল পরিস্থিতি—‘অপারেশন সিঁদুর’ থেকে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ, নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দলগুলি। এই পটভূমিকায় দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই লোকসভায় দলের নেতৃত্বে পরিবর্তন-সহ একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা দলীয় রণকৌশলে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।