ডিজিটাল ডেস্ক, ১৬ অগাস্ট : কলকাতায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। দলেরই এক কর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরেক তৃণমূল কর্মীকে। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত কর্মীকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। তাঁর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে, এবং তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক (TMC VS TMC Clash In Kolkata)।
ঘটনাটি ঘটেছে বেলেঘাটার উড়িয়াবাগানে, যেখানে ধারাল অস্ত্র নিয়ে একাধিক ব্যক্তি ওই তৃণমূল কর্মীর ওপর চড়াও হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তাপস বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালিয়েছে তৃণমূলেরই একাংশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফেও একই অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে সৌরভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ, তবে গুড্ডু নামে অপর অভিযুক্ত এখনও পলাতক। জানা গিয়েছে, দুজনেই শাসক দলের কর্মী। পরিবারের দাবি, শুক্রবার রাতে উড়িয়াবাগান বাসস্ট্যান্ডের কাছে আড্ডা দেওয়ার সময় আচমকা সেখানে হাজির হয় সৌরভ। তিনি তাপসকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করেন এবং কিছুক্ষণ পর গুড্ডুকে সঙ্গে নিয়ে তাপসের ওপর হামলা চালান। ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়, যার ফলে তাপস গুরুতর জখম হন। এই ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি ব্যক্তিগত শত্রুতার ফল, নাকি রাজনৈতিক মতবিরোধের জেরে হামলা—সেটাই এখন মূল প্রশ্ন। যদিও তাপসের পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে।