ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ যুগ-যুগ ধরে মানুষ সঞ্চয়ের টাকায় সোনা কিনে রেখেছেন। তবে সিংহভাগের কাছে সোনার মানেই গয়না। আসলে বিয়ে,অনুষ্ঠানে অল্প হলেও সকলে একটু সোনার গয়না কেনেন। তাই দোকানে যাওয়ার আগে সেইদিন সোনার দাম কত চলছে, তা জানতে চান। সোনার দাম নিয়ে সকলের এই আগ্রহের কারণ আছে। কয়েকদিনের ব্যবধানেই সোনার দামে কয়েক হাজার টাকার পার্থক্য হতে পারে। আর সকলেই একটু সস্তায় সোনা কিনতে চান। তাই হলুদ ধাতুর কেনার আগে বাজার দর জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। সোনার দাম হ্রাস/বৃদ্ধির পিছনে বহু কারণ থাকে। মূল্যবৃদ্ধি, সুদের হার, দেশের সোনার বাজার, সরকারি মজুত, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের প্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ে উপর সোনার দাম নির্ভর করে। ২৪ ক্যারাট সোনায় ৯৯.৯% সোনা থাকে। এদিকে ২২ ক্যারাট সোনায় ৯১.৭% সোনা থাকে। গয়না তৈরি হয় ২২ ক্যারাট সোনা দিয়েই। কারণ সোনা অত্যন্ত নরম ধাতু । ২৪ ক্যারাট সোনা দিয়ে তাই গয়নার সূক্ষ কাজ করা অসম্ভব। তাই সোনাকে একটু কঠিন করতে সামান্য পরিমাণে অন্য ধাতু মেশানো হয়(Today Gold Price)
নিফতি৫০- ২৫,৫৬৯.৮০ , সেনসেস্ক – ৮৩,৭৭৭.৭৮
আজ কলকাতায় সোনার দাম আপডেট
হলমার্ক সোনার গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৮৯২৯ টাকা
১০ গ্রামের দাম ৮৯২৯০ টাকা
খুচরো পাকা সোনা (২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭৪১ টাকা
১০ গ্রামের দাম ৯৭৪১০ টাকা