ডিজিটাল ডেস্ক ৬ই জুলাইঃ সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ৬ জুলাই, ২০২৫ কলকাতা ,রবিবার প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৩০০ টাকা, যা গত দিনের থেকে -০.০৫ শতাংশ পরিবর্তিত হয়েছে (Today Gold Price)।
কলকাতায় সোনার দাম
হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৩০০ টাকা
১০ গ্রামের দাম ৯৩০০০ টাকা
খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭৮০ টাকা
১০ গ্রামের দাম ৯৭৮০০ টাকা
পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭৩৫ টাকা
১০ গ্রামের দাম ৯৭৩৫০ টাকা