Today Gold Price:ছুলেই ছ্যাঁকা !মধ্যবিত্তের নাগালের বাইরে হলুদ ধাতু(সোনা)

10

ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ ছুলেই ছ্যাঁকা লাগছে, সোনার দাম এত চড়া। সহজ কথায় বলতে গেলে, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তো সবে শুরু। বছরের শেষভাগের মধ্যে সোনার দাম আরও অনেক বাড়বে। বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ-একাধিক কারণে সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। বিগত দেড় বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক গ্লোবাল মার্কেটের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও সোনার দাম ঊর্ধ্বমুখীই থাকবে। শীঘ্রই তা ১ লক্ষের গণ্ডি পার করে যাবে(Today Gold Price)।

 আজ কলকাতায় সোনার দাম 

 গহনা সোনার দাম  (২২ ক্যারেট ,১০গ্রাম)- ৯০,১০০ টাকা 

পাকা সোনার বাটের দাম (২৪ ক্যারেট ১০ গ্রাম) – ৯৮,২৯০ টাকা
খুচরো পাকা সোনার দাম (২৪ ক্যারেট ১০ গ্রাম) – ৯৭,৮০০ টাকা

সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ,জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়।