ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ০৯ জুলাই, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯২৯০ টাকা, যা গত দিনের থেকে ০.২৭ শতাংশ পরিবর্তিত হয়েছে(Today Gold Price)।
কলকাতায় সোনার দাম,বুধবার (৯ই জুলাই)
হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯২৯০ টাকা
১০ গ্রামের দাম ৯২৯০০টাকা
খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭৭০ টাকা
১০ গ্রামের দাম ৯৭৭০০টাকা
পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭২৫ টাকা
১০ গ্রামের দাম ৯৭২৫০ টাকা