Today Gold Price:কমছে সোনার দাম,২২ ক্যারেট গয়না কিনলে আজ কত পড়বে? রইল রেট

47

ডিজিটাল ডেস্ক ১০ই জুলাইঃ সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ১০ জুলাই, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯১৯০ টাকা, যা গত দিনের থেকে -১.০৮ শতাংশ পরিবর্তিত হয়েছে(Today Gold Price)।

                                       কলকাতায় সোনার দাম
                                      বৃহস্পতিবার (১০ জুলাই,২০২৫)

হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯১৯০ টাকা
১০ গ্রামের দাম ৯১৯০০ টাকা

খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৬৭০ টাকা
১০ গ্রামের দাম ৯৬৭০০ টাকা

পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১গ্রামের দাম ৯৬২০ টাকা
১০গ্রামের দাম ৯৬২০০ টাকা