Today Horoscope:একাধিক সমস্যায় কাটতে চলেছে রবিবার ! সতর্ক থাকুন আপনার রাশি নিয়ে

10

ডিজিটাল ডেস্ক ২৯জুনঃ হিন্দু ও বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ব্রত(উপবাস),পরব, উৎসব, পঞ্জিকা এবং মুহুর্তের উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। এই সকল বিষয় গুলি ছাড়া, কেউ হিন্দু ধর্মের উৎসবকে কল্পনা করতে পারে না।দৈনিক এবং মাসিক পঞ্জিকার সাহায্যে আপনি দিন, তিথি,নক্ষত্র, যোগ,কার্য্য-কারণ, সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে সাথে চন্দ্রোদয় এবং চন্দ্রাস্ত সম্পর্কিত তথ্য জানতে পারবেন। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের সূর্যোদয় এর সময় – ৫টা২৫ মিনিট এবং সূর্যাস্ত এর সময় ৭ টা ২২ মিনিটে। তিথি: শুক্ল চতুর্থী ,মাস পূর্ণিমান্ত: আষাঢ়, মাস অমান্ত: আষাঢ় ,বার: রবিবার (Today Horoscope) ।

মেষ: বিদ্যা ক্ষেত্রটি শুভ। ভুল সিদ্ধান্ত ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। মানসিক উত্তেজনা ও চঞ্চলতা কাটাতে চেষ্টা করুন।

বৃষ: পেশাদারি কাজকর্ম ও বিদ্যায় সাফল্য। ক্রীড়াবিদ ও চিকিৎসকদের পক্ষে দিনটি শুভ। আর্থিক উন্নতির যোগ।

মিথুন: অর্থপ্রাপ্তি ভাগ্য একপ্রকার শুভ। কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। পেট ও নার্ভের সমস্যায় দেহকষ্ট।

কর্কট: গৃহে কোনও শুভকার্যের আয়োজন। পেশাদারি শিক্ষার পক্ষে দিনটি অনুকূল। সাহিত্যিক ও চিকিৎসকদের কর্মোন্নতি।

সিংহ: কর্ম নিয়ে বিদেশ গমনের সুযোগ আসতে পারে। উচ্চ পদাধিকারীদের কর্মে বাধা ও মানসিক অস্থিরতা। আর্থিক উন্নতি হবে।

কন্যা: সৃষ্টিমূলক কাজে সাফল্য ও সুনাম। গৃহ পরিবেশগত ক্ষেত্রে বাধা। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।

তুলা: একাধিক সূত্র থেকে অর্থাগম। অফিসকর্মীদের পক্ষে দিনটি অনুকূল। শরীর-স্বাস্থ্য দুপুর থেকে খারাপ হতে পারে।

বৃশ্চিক: চিন্তাভাবনা বাড়বে। বিশেষ কোনও কাঙ্ক্ষিত সম্পর্কে উন্নতির আশা। রক্তপাত যোগ আছে।

ধনু: কাজকর্মে শুভ। সম্পত্তিগত মামলায় আইনি সাফল্য। আর্থিক উন্নতির সঙ্গে সঞ্চয় হতে পারে। মনে অস্থিরতা।

মকর: সম্পদ বৃদ্ধির প্রবল যোগ। আর্থিক উন্নতি হবে। বিদ্যা ক্ষেত্রটি অনুকূল। চিকিৎসকদের শুভ দিন।

কুম্ভ: ব্যবসায়িক লাভ বৃদ্ধিতে মনে প্রফুল্লতা। বিদ্যায় উন্নতি। বিদ্যুৎ, অগ্নিভয় থাকায় সব সাবধান হন।

মীন: কাজকর্মে সুনাম বৃদ্ধি পাবে। চিকিৎসক, বিচারপতিদের পক্ষে শুভ সময়। হার্ট বা নিম্নাঙ্গের সমস্যায় কষ্ট ভোগ।