ডিজিটাল ডেস্ক ১জুনঃ আজকের রাশিফল মঙ্গলবার ১ জুলাই ২০২৫ । চাঁদ আজ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন মিথুন রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত আষাঢ় শুক্লা ষষ্ঠী তিথি। তারপর শুরু হবে আষাঢ় শুক্লা সপ্তমী তিথি। আজ সারাদিন ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তারপর শুরু হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ ৪টে ৫৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক(Today Horoscope)।
মেষ: মাতুলের সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বড় কোনও কাজের গুরুদায়িত্ব গ্রহণ ও সাফল্য। মনে অস্থিরতা।
বৃষ: কাজকর্মে অভাবনীয় সাফল্য ও অর্থ উপার্জন বৃদ্ধি। স্বাস্থ্য কম-বেশি শুভ।
মিথুন: একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তি ও সঞ্চয়। পারিবারিক ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি।
কর্কট: উচ্চতর বিদ্যার ক্ষেত্রে ও কাজকর্মে দিনটি শুভ। আর্থিক উন্নতি হবে। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ: কর্মকেন্দ্রিক পরিশ্রম বৃদ্ধি পাবে। শত্রুরা সক্রিয় হবে। ব্যবসায়িক কর্মে বাধা। বিদ্যায় মনোমতো ফলের অভাব।
কন্যা: সামাজিক কাজকর্মে সক্রিয় অংশগ্রহণে সাফল্য ও সুনাম। আর্থিক উন্নতি হলেও ব্যয় চাপ থাকবে।
তুলা: দীর্ঘমেয়াদি সঞ্চয় সূত্রে অর্থ লাভ। পেশাদারি কর্মে সাফল্য ও উপার্জন বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য ভালো নাও যেতে পারে।
বৃশ্চিক: ব্যবসায়িক বাধার জন্য মানসিক চিন্তা। বহু দিনের কোনও সমস্যা থেকে মুক্তির যোগ। মনে অস্থিরতা থাকবে।
ধনু: কর্মে শুভ। একাধিক ক্ষেত্র থেকে ভালো বরাত প্রাপ্তি ও উন্নতি। বিদ্যার্থীদের পরীক্ষায় শুভ ফল লাভ।
মকর: সম্পদ বৃদ্ধি পাবে। নতুন কর্মের সন্ধান পেতে পারেন। উচ্চ বা উচ্চতর শিক্ষায় সাফল্য।
কুম্ভ: ব্যবসায় লাভ বাড়বে। পেশায় উন্নতি। বিদ্যায় শুভ। দেহে আঘাত যোগ।
মীন: পেশাদারি কর্মে সাফল্য ও সুনাম। বিচারক ও ডাক্তারদের পক্ষে দিনটি অনুকূল। রক্তপাত যোগ আছে।