Today Horoscope:অর্থহীন থেকে সমূহ সংকটময় জীবনযাত্রা ! নজরে থাক সপ্তাহের প্রথমদিন
ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ বছরের প্রতিটি দিন নতুন সকাল নিয়ে আসে। সঙ্গে নতুন আশা। গতকাল খারপ গেলেও আজ ভালো কাটবে,সেই আশাতেই টিকে থাকে সংসার! দিন ভালো যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়। আজ ৪টে ৫৮ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। দেখে নিন কেমন কাটবে আজকে আপনার দিন(Today Horoscope)।
মেষ: আর্থিক বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাজ প্রশংসা পাবে। সম্পত্তি সংক্রান্ত আইনি রায় আপনার পক্ষে যাবে। স্বাস্থ্য ভালোই থাকবে।
বৃষ: স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। রাস্তার খাবার এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়লেও নিজের দক্ষতার সাহায্যে বেরিয়ে আসবেন। পরিবারের সঙ্গে সময় কাটান। বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হবে।
মিথুন: অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। পরিবারে সম্প্রীতী বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত লেনদেনে সতর্কতা অবলম্বন করা উচিত।
কর্কট : রাস্তার খাবার এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবারকে পাশে পাবেন। এই রাশির পড়ুয়ারা সুখবর পাবেন।
সিংহ: ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাবেন। সম্পত্তি সংক্রান্ত আলোচনা ইতিবাচক রূপ পাবে। শিক্ষাক্ষেত্রে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ।
কন্যা: পূর্বে করা আর্থিক বিনিয়োগ থেকে লাভ পাবেন। পরিবারকে দেওয়া কোনও প্রতিশ্রুতি পালন করতে পারেন। এতে পারিবারে সুখ বজায় থাকবে। আজকে স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা :একাধিক উৎস থেকে আর্থিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। যা সাংসারিক শান্তি ফিরিয়ে আনবে।
বৃশ্চিক: নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা ভালো খবর পাবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। বিকেল নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
ধনু: আজকে আপনাকে স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে । পারিবারিক শান্তি বজায় থাকবে। সব দিক খতিয়ে দেখে তবেই বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
মকর: আর্থিক দিক থেকে দিনটি অনুকূল নয়। তবে ধীরে ধীরে তা ঠিক হবে। সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে ঘুরতে যান। মন ভালো করে দেবে।
কুম্ভ : আজকের দিন ভালো সুযোগ নিয়ে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি করতে পারেন। সম্পত্তি নিয়ে টানাপোড়েন কেটে যাবে।
মীন : স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে নতুন কাজ শুরু করার আগে সব দিক খতিয়ে দেখে নিন। পরিবারের কোনও সদস্য সাহায্য চাইতে পারেন।