ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ আজ বুধবার ৯ জুলাই ২০২৫ । চাঁদ আজ সারাদিন ধনু রাশিতে গোচর করবে। সূর্য এখন মিথুন রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ রাত ১টা ৩৬ মিনিট পর্যন্ত আষাঢ় শুক্লা চতুর্দশী তিথি। তারপর শুরু হবে আষাঢ় পূর্ণিমা তিথি। আজ ৪টে ৫৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের দিন। আজকের দিনটি সিংহ,কন্যা,তুলা রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।
মেষ -মেষ রাশির জাতকদের জীবনে আজ পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে প্রতিবেশীদের কারণে সমস্যা হতে পারে। খরচ বাড়লেও সঞ্চয় করতে পারবেন। আত্মীয়রা শত্রুতার চেষ্টা করেও ব্যর্থ হবে। ব্যবসায় মুনাফা মাঝারি হবে। মানসিক চিন্তা কিছুটা বাড়তে পারে। পারিবারিক কারণে অর্থহানির যোগ রয়েছে।
বৃষ -গুরুজনের স্বাস্থ্যের অবনতি আপনাকে উৎকন্ঠায় রাখবে। ব্যবসায় নতুন কোনও চুক্তিতে আজ মোটা লাভের যোগ রয়েছে বৃষ রাশির জাতকদের। যে কোনও বিবাদ আজ এড়িয়ে চলুন। নিকট বন্ধুর সাহায্য পেয়ে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। সন্তানের অবাধ্যতায় মন খারাপ হতে পারে।
মিথুন -অংশীদারি বা যৌথ ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। যানবাহন সংক্রান্ত কোনও আইনি সমস্যায় উৎকণ্ঠা বাড়বে। বাবার স্বাস্থ্য চিন্তা বাড়াবে।
কর্কট -ব্যবসায় আর্থিক বিনিয়োগ থেকে বড় মুনাফা করতে পারবেন। আজ প্রাপ্য অর্থ পেতে বিলম্ব হতে পারে। প্রলোভনে পা দিলে সমস্যায় পড়তে পারেন। কর্মপ্রার্থীরা বিকল্প অর্থ উপার্জনের পথ খুঁজে পেতে পারেন। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়বেন।
সিংহ – আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র দিন হতে চলেছে। আপনার কোনও পুরানো ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনার ব্যবসা আগের চেয়ে ভালোভাবে চলবে। প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিরা তাদের সঙ্গীর সহায়তায় কোনও নতুন কাজে এগিয়ে যাবেন। আপনার মায়ের সাথে কোনও বিষয়ে আপনার তর্ক হতে পারে। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে মুলতুবি ছিল,তবে তা সম্পন্ন হবে।
কন্যা -আজ আপনার জন্য অর্থ-সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার দিন হবে। যদি আপনি কোনও অর্থ-সম্পর্কিত সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, তবে তাও সমাধান হয়ে যাবে। আপনি আপনার শিল্প ও দক্ষতায় উন্নতি আনবেন। আপনি আপনার ব্যবসায় কিছু প্রযুক্তিগত সরঞ্জাম অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার যেকোনও ইচ্ছা পূরণ হতে পারে। অবিবাহিত ব্যক্তিরা তাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা করবেন। আপনি আধ্যাত্মিক কার্যকলাপে খুব আগ্রহী হবেন।
তুলা -আজকের দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনা বৃদ্ধি করবে। আপনি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আপনি শক্তিতে ভরপুর থাকবেন, যার কারণে আপনি যেকোনও কাজ সহজেই করতে পারবেন। যদি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনও বিষয়ে মতবিরোধ থাকে, তাহলে তাও দূর হবে।
বৃশ্চিক – বৃশ্চিক রাশির অবিবাহিত জাতকদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। বয়স্ক ব্যক্তিরা নানা অসুখে ভুগবেন। জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। কর্মস্থানে অধস্তন কর্মীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা রয়েছে।
ধনু – সব কাজে সক্রিয় পদক্ষেপ করায় উপযুক্ত ফল পাবেন ধনু রাশির জাতকরা। স্বাস্থ্য সংক্রান্ত উৎকণ্ঠা বাড়তে পারে। উপার্জন ঊর্ধ্বগামী থাকবে। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় পদক্ষেপ করতে পারেন। ঋণ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।
মকর -দীর্ঘদিনের শরিকি দ্বন্দ্ব মিটে যাওয়া সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কোনও যোগাযোগ ঘটতে পারে। সামাজিক ক্ষেত্রে আজ আপনার প্রতিপত্তি বাড়বে। পড়াশোনায় শুভ ফল পাবেন মকর রাশির ছাত্রছাত্রীরা। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। রাজনীতিবিদদের সুনাম বৃদ্ধি পাবে।
কুম্ভ -জ্ঞাতিশত্রুতায় ক্ষতি হতে পারে কুম্ভ রাশির জাতকদের। কান ও গলার সমস্যায় কষ্ট পাওয়ার যোগ আছে। নিকট আত্মীয়ের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন। শরীরের নিম্নাঙ্গে আঘাত পেতে পারেন এবং রক্তপাতের সম্ভাবনা আছে। দাম্পত্যে মতান্তর আসতে পারে। সঞ্চিত অর্থ অপব্যয় হতে পারে।
মীন- অকারণে সুনামহানির সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। শিল্প সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে। আগের নেওয়া ঋণ শোধ করতে পারেন। অকৃতজ্ঞ মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন।