Today Horoscope:রবির সারাটাদিন কার পক্ষে শুভ কাকে থাকতে হবে সতর্ক !

19

ডিজিটাল ডেস্ক ১৫জুনঃ বাংলা বছর ১৪৩২। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ বেলা ৩টে ৫১ মিনিট পর্যন্ত কৃষ্ণা চতুর্থী তিথি। তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী তিথি। আজ সারাদিন ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১টা পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্র। তারপর শুরু হবে ধনিষ্ঠা নক্ষত্র। আজ ৪টে ৫২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধানে থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক (Today Horoscope)।

মেষ: সপরিবারে তীর্থ ভ্রমণ ও দেবদর্শনের যোগ। আয় ব্যয়ে স্থিরতা থাকবে না। পারিবারিক দিকটি বিক্ষিপ্ত।

বৃষ: পারিবারিক অশান্তির জেরে মানসিক অস্থিরতা ও মনঃকষ্ট। কর্মে উন্নতি। শরীরে রোগবৃদ্ধি।

মিথুন: ব্যবসায় মন্দার জন্য মানসিক চাঞ্চল্য। পারিবারিক অশান্তির যোগ। শরীর-স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।

কর্কট: অপ্রয়োজনীয় খরচে অর্থনাশ ও সঞ্চয় হ্রাস। বাক্য ও ব্যবহারে সতর্ক হন। ব্যবসায় ও পেশায় উন্নতি।

সিংহ: পারিবারিক প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে ব্যয় যোগ বিদ্যমান। বিদ্যায় বাধা। মানসিক অস্থিরতার যোগ।

কন্যা: দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে অশান্তি। ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে।

তুলা: গৃহে সদস্যদের পারস্পরিক কলহ ও অশান্তি। উচ্চশিক্ষায় ব্যয় বৃদ্ধি। পুরানো রোগে কষ্ট ভোগ।

বৃশ্চিক: ঘরে-বাইরে কর্মকেন্দ্রিক ব্যস্ততা। ব্যবসা ও পেশায় উন্নতি। শরীর-স্বাস্থ্য অপেক্ষাকৃত শুভ।

ধনু: কর্মে উন্নতি ও প্রসার। পেশাদার ব্যক্তিদের উপার্জন বৃদ্ধি পাবে। দাম্পত্যে অশান্তি।

মকর: ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে ব্যস্ততা। মানসিক চাপ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিনের আশঙ্কা।

কুম্ভ: একাধিক ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি ও সঞ্চয় যোগ বিদ্যমান। ব্যবসায় অগ্রগতি। পেশাগত শিক্ষায় উন্নতি।

মীন: গৃহ পরিবেশগত ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে অবনতি ও চিন্তা। গবেষণায় সাফল্য। অর্থাগমের সুযোগ বাড়বে।