Today Horoscope:শনির গতিপথ বদলে,শনির নেকনজরে নাকি আসন্ন বিপদমুখে আপনি !

15

ডিজিটাল ডেস্ক ১৩ই জুলাইঃ আজ রবিবার ১৩ তারিখ, বাংলায় শ্রাবণ মাস । আজ থেকে শনি তাঁর স্বাভাবিক গতিবিধি ছেড়ে বিপরীত দিকে চলতে শুরু করবেন। এই জ্যোতির্বিদ্যাগত ঘটনাটি মীন রাশিতে ঘটবে এবং এর প্রভাব ১২টি রাশির উপর ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। শনির এই প্রতিক্রমের সময়কাল প্রায় ১৩৮ দিন স্থায়ী হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিকে ন্যায়াধীশ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যিনি একজন ব্যক্তির কর্মের ফলাফল দেন। শনির যখন প্রতিক্রম হয়, তখন তা আত্মদর্শন,পুরনো কাজ পর্যালোচনা এবং অসমাপ্ত দায়িত্ব সম্পন্ন করার সময় নিয়ে আসে(Today Horoscope)। এই সময়কাল চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে, কারণ কাজে বিলম্ব, মানসিক চাপ এবং সামাজিক বা পারিবারিক বিভ্রান্তি দেখা দিতে পারে। এই কঠিন সময়টি আত্ম-বিকাশ, ধৈর্য এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্যও খুবই উপযুক্ত। এই সময়ে শনিদেবকে খুশি করার জন্য দান, সেবা, মন্ত্র জপ এবং সংযম অনুসরণ করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। আজ সূর্যোদয়: সকাল ৫টা ২১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ৭ টা ২১ মিনিট।

মেষ: পেশায় অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষায় দিনটি অনুকূল। শরীর-স্বাস্থ্য দেখে চলুন।

বৃষ: পেশাদারি কর্মে সাফল্য ও আয় বৃদ্ধি। প্রেম-প্রণয় যোগ আছে। বৃত্তিমূলক শিক্ষা ও পরীক্ষায় চমকপ্রদ ফলপ্রাপ্তি।

মিথুন: পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক কলহ ও মনঃকষ্ট। পরীক্ষার ফল ভালো হবে। উকিল, চিকিৎসকদের পেশার প্রসার।

কর্কট: বিবাদ-বিতর্ক এড়াতে না পারলে লাঞ্ছিত হতে পারেন। ব্যবসা ভালো হবে। প্রেম-প্রণয়ে মনঃকষ্ট।

সিংহ: পারিবারিক সম্পর্কের অবনতিতে মানসিক চাঞ্চল্য। সন্তানের আচরণ ভালো হবে না। বন্ধু দ্বারা ক্ষতির যোগ।

কন্যা: গৃহে অশান্তি ও পারস্পরিক মনোমালিনের জন্য মানসিক হতাশা। কম্পিউটার কর্মীদের কর্মে উন্নতি। বাতের কষ্ট বাড়বে।

তুলা: পারিপার্শ্বিক পরিবেশে প্রতিকূলতায় মানসিক উত্তেজনা বাড়বে। ব্যবসা ও পেশায় অগ্রগতি। বিদ্যায় অমনোযোগ।

বৃশ্চিক: কাজকর্ম ও ব্যবসায় চমকপ্রদ উন্নতি। একাধিক সূত্রে অর্থ লাভ। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।

ধনু: একাধিক সূত্রে অর্থাগম। বিজ্ঞানীদের পক্ষে দিনটি অনুকূল। বিচারক, রাজনীতি প্রভৃতিদের কর্মের প্রসার ও সুনাম।

মকর: মানসিক চিন্তা ও হতাশার যোগ। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অর্থ ও কর্মে উন্নতি।

কুম্ভ: কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন। বিদ্যাচর্চায় অগ্রগতি। অধ্যাপক, অভিনেতাদের দিনটি অনুকূল।

মীন: গৃহে পারস্পরিকলহের জন্য মানসিক বিক্ষিপ্ত ভাব। পেশার উন্নতি। আর্থিক দিকটি সুরক্ষিত থাকবে।