Today Horoscope:শ্রাবণ শিব শংকরের কৃপায় কারা ? আজকে আপনার দিনটি কেমন ?

43

ডিজিটাল ডেস্ক ২৩শে জুলাইঃ চাঁদ আজ সারাদিন মিথুন রাশিতে গোচর করবে। সূর্য এখন কর্কট রাশিতে গোচর করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ২টো ২৮ মিনিট পর্যন্ত কৃষ্ণা চতুর্দশী তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ অমাবস্যা তিথি। আজ পালিত হচ্ছে শ্রাবণ শিবরাত্রি তিথি। আজ সারাদিন ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৫টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে আর্দ্রা নক্ষত্র। তারপর শুরু হবে পুনর্বাসু নক্ষত্র। আজ সকাল ৫টা ৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের দিন। গণপতির কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।

মেষ- দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। আইনি সমস্যা এড়িয়ে চলুন দিনের মধ্যভাগে দুঃসংবাদ পেতে পারেন। মানসিক অস্থিরতা বাড়বে। ব্যবসায় খারাপ সময় কাটবে। নিজেকে সংযত রাখুন। অযথা মাথা গরম করেন না। পরিবারে অশান্তি বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

বৃষ – কর্মস্থলে কারওর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদেরে সঙ্গে হৃদ্যতা বাড়বে। সঞ্চয়ের দিকে মন দিন। সপরিবারে ভ্রমণের শুভ যোগ রয়েছে। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে।

মিথুন- গৃহে অশান্তি হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচ। গাড়ি চালকেরা সাবধানে চলাফেরা করুন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।

কর্কট- পুরনো বন্ধুর সঙ্গ হঠাৎ করে যোগাযোগ হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। দিনের শেষভাগে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। বড় বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের অবনতি ঘটবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।

সিংহ – পরিবারে গুরুজনদের সঙ্গে মতানৈক্য ঘটবে। নিজের দোষ স্বীকার করে নিন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। প্রেমের সম্পর্কে চির ধরতে পারে। মানসিক চাপ বাড়বে। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে না। নিজের মনকে শান্ত রাখুন। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন।

কন্যা – সম্পত্তি কেনা-বেচার জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। খরচ বাড়বে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। পরিবারের সঙ্গে সময় কাটান। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য ভালো সময়।

তুলা – ব্যবসায় মন্দাভাব আজ কেটে যাওয়ার সম্ভাবনা। শত্রু পিছু হটবে। দিনের প্রথম ভাগে সতর্ক থাকুন। পড়ে গিয়ে চোট পেতে পারেন। গবেষণারত বিদ্যার্থীদের জন্য ভালো সময়। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। স্ত্রীর পরামর্শ মেনে চলুন।

বৃশ্চিক – নতুন চাকরির সুযোগ। ব্যবসাতেও উন্নতির যোগ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পুরনো শত্রুতা মিটে যাবে আজ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।

ধনু -পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি। কর্মক্ষেত্রে এই সময় কোনওরকম ঝামেলায় জড়াবেন না। কোনও প্রতারণার স্বীকার হতে পারেন। যেকোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলুন। বাড়তি বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

মকর – কর্মক্ষেত্রে পদন্নোতির যোগ রয়েছে। সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। লটারিতে বাড়তি উপার্জন হতে পারে। পরিবারের সকলকে নিয়ে কাছেপিঠে ভ্রমণ করার সুযোগ পাবেন।

কুম্ভ – কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারে কারও সঙ্গে ভুল বোঝাবুঝি ঘটতে পারে। নিজেকে সংযত রাখুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতো কাজ করুন। উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, অন্যথায় স্বাস্থ্যঝুঁকি দেখে দেবে। অতিরিক্ত অর্থ খরচ হতে পারে।

মীন – দিনের শুরুতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তির সম্ভাবনা। মানসিক অস্থিরতা তৈরি হবে। খরচ বাড়বে। মাথা ঠান্ডা রাখুন। বুঝে কথা বলুন। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। ভ্রমণের জন্য দিনটি শুভ।