Today Horoscope: ফাল্গুনী নক্ষত্র ও সূর্য যোগে কোন কোন রাশি ? কাদের থাকতে হবে সাবধান ?

61

ডিজিটাল ডেস্ক ২৭শে জুলাইঃ চাঁদ আজ সারাদিন সিংহ রাশিতে গোচর করবে। সূর্য এখন কর্কট রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ১০টা ৪১ মিনিট পর্যন্ত শ্রাবণ শুক্লা তৃতীয়া তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ শুক্লা চতুর্থী তিথি। আজ ব্যাতিপত যোগ ও পরিঘ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৪টে ২৩ মিনিট পর্যন্ত থাকবে মঘা নক্ষত্র। তারপর শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৫টা ৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার দিন। সূর্যদেবের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের থাকতে হবে সাবধান(Today Horoscope)।

মেষ – আজ অত্যধিক জেদের কারণে পরিস্থিতির জটিলতা বাড়বে। আর্থিক উন্নতি হলেও আজ অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পেটের রোগে কষ্ট পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। প্রতিযোগিতায় সাফল্য পাবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃষ – নিকট বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা এগোতে পারে। খাওয়া-দাওয়ার‌ অনিয়মে শারীরিক সমস্যা বাড়তে পারে। নতুন ব্যবসার লগ্নিতে সতর্কতা অবলম্বন করা উচিত। ঘরবাড়ি সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে।

মিথুন- আজ সাংসারিক সমস্যাগুলি নিয়ন্ত্রণে আসবে‌। বেশ কিছু টাকা জমাতে পারবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য আসবে। কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে। নতুন বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। লোহার যন্ত্রাংশের ব্যবসায় সর্তকতা অবলম্বন করুন।

কর্কট – আত্মীয়ের সঙ্গে সম্পর্ক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনার বেফাঁস কথায় শত্রু বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। বিয়েতে বাধা আশার আশঙ্কা রয়েছে।

সিংহ – আজ অহেতুক মানসিক চিন্তা বাড়তে পারে। নতুন চাকরি পেতে পারেন। উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়বে। পরিবারের সদস্যদের চিকিৎসায় অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিদের সুফল লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা- বিদেশে ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। কন্যা রাশির জাতকদের প্রয়োজনের অতিরিক্ত খরচ বাড়তে পারে। দাম্পত্যে মতবিরোধ বাড়তে পারে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুফল লাভের সম্ভাবনা থাকছে।

তুলা – আয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে তুলা রাশির জাতকদের। সপরিবারে ভ্রমণে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। কেরিয়ারে নানা বাধার মুখে পড়তে পারেন। আমদানি-রপ্তানির ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক -সঠিক সিদ্ধান্তের অভাব আজ বৃশ্চিক রাশির জাতকদের উন্নতির পথে বাধা হবে। গুরুজনদের স্বাস্থ্যের কারণে মানসিক উদ্বেগ বাড়বে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার মীমাংসা হতে পারে। লোহার যন্ত্রাংশ বা যানবাহন কেনার যোগ রয়েছে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।

ধনু – প্রেমের বিয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। পেশা বা জীবিকা নিয়ে চিন্তা বাড়তে পারে। পুরোনো অসুখ আবার ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় সুফল লাভের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে।

মকর – স্নায়ুর সমস্যা আজ বাড়তে পারে মকর রাশির জাতকদের। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। ব্যবসায় মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে।

কুম্ভ – লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। গুরুজনের সহায়তায় সংসারে শান্তি ফিরবে। ছেলে-মেয়ের বিয়ের কথা এগোতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে। রাজনৈতিক গোলযোগ এড়িয়ে চলুন।

মীন – অতিরিক্ত উচ্চাশা আজ বর্জন করুন মীন রাশির জাতকরা। নিকট আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে। গুরুজন উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। ভুল চিকিৎসার সম্ভাবনা রয়েছে। ঈর্ষা পরায়ণ ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন।