ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ আজ অর্থাৎ ২৮ জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচরের সঙ্গে সঙ্গে জুন মাস থেকে চলমান কেতু ও মঙ্গলের কুজকেতু যোগের সমাপ্তি ঘটবে। এর সঙ্গে সঙ্গে মঙ্গলের বৃহস্পতি ও শুক্রের সঙ্গে কেন্দ্র যোগ তৈরি হবে এবং সূর্যের সঙ্গে ত্রি-একাদশ যোগ তৈরি হবে যা শুভ ও কল্যাণকর হবে তবে এর সঙ্গে সঙ্গে রাহু, শনি এবং মঙ্গলের একটি প্রতিকূল যোগও তৈরি হবে যা মীন এবং কুম্ভ রাশির জন্য অনুকূল নয়। আজ সকাল ৫টা ৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের দিন। তবে মঙ্গল বৃষ রাশি সহ ৫টি রাশির জন্য অপ্রত্যাশিত সুবিধা দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশিতে মঙ্গলের গোচর কোন রাশির জন্য কতটা শুভ হবে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে(Today Horoscope)
বৃষ – আজ থেকে আপনার রাশির পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের গোচর হবে। এমন পরিস্থিতিতে আপনার প্রেম জীবনে প্রেম এবং উৎসাহ থাকবে। শিক্ষাক্ষেত্রেও আপনি অনুকূল ফলাফল পাবেন। যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন তারা মঙ্গলের গোচরে উপকৃত হবেন। এই সময়ে সাহসী সিদ্ধান্ত নিয়েও আপনি উপকৃত হতে পারবেন। প্রপার্টি সম্পর্কিত বিষয়ে যারা কাজ করেন তাদের জন্য লাভজনক পরিস্থিতি থাকবে। বাড়ি এবং গৃহ নির্মাণ সম্পর্কিত বিষয়ে অর্থ ব্যয় হবে তবে আপনি সুখ পাবেন। যদি সম্পত্তি সম্পর্কিত কোনও বিরোধ চলছে, তবে তা সমাধান করা যেতে পারে।
মিথুন– সংক্রমণজনিত রোগের প্রবণতা আজ বাড়তে পারে। পরিবারের কোনও নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসা লাভজনক হবে। গুরুজনের সঙ্গে মতপার্থক্যে মন খারাপ হতে পারে। কমিশন ভিত্তিক কাজে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্কট– স্পর্শকাতর বিষয়ে আজ মন্তব্য না করাই ভালো। নতুন গাড়ি কিনতে পারেন কর্কট রাশির জাতকরা। নানা কারণে সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাছেপিঠে ভ্রমণ হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর থেকে উপকার পেতে পারেন।
বৃশ্চিক– আজ কর্মক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। শিল্পী ও কলাকুশলীরা প্রতিভার যথাযথ সম্মান নাও পেতে পারেন। বিবেচনাহীন বিনিয়োগে অর্থ লোকসানের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর – আজ দৈনন্দিন খরচের মাত্রা বাড়বে। শুভাকাঙ্খীর পরামর্শে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। অহেতুক বিবাদে না জড়ানোই ভালো। যে কোনও রকম প্রতিদ্বন্দ্বিতায় আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত জন্তুর কামড় খেতে পারেন।
মেষ – গত কয়েক দিনের পরিকল্পনার সুফল আজ আপনি পাবেন। উচ্চপদযুক্ত কোনও পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন মেষ রাশির জাতকরা। আর্থিক প্রাপ্তি আজ বাধাপ্রাপ্ত হতে পারে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে বা ছেদ পড়তে পারে।
সিংহ – আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রাপ্য আজ পেতে পারেন। কর্মক্ষেত্রে অসতর্কতায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রু আপনাকে বিব্রত করতে পারেন। কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে।
কন্যা – আর্থিক ঝুঁকি আজ না নেওয়াই ভালো। গলা বা দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত ব্যবসা আজ লাভজনক হবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। দাম্পত্যে মতভেদ বাড়বে। যৌথ বা অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
তুলা – কোনও উচ্চমর্যাদার কাজের সঙ্গে যুক্ত হলেও অফিসে কাজের চাপ বাড়বে। তরলজাত দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। কর্মক্ষেত্রে কৌশলে সমস্যার সমাধান করবেন। অযোগ্য ব্যক্তিকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন। হাড় ও চর্ম রোগের সমস্যা বাড়বে।
ধনু – কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ বাড়তে পারে। নতুন কোনও ব্যবসা বা যৌথ উদ্যোগের প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। আপনার অকপট বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগে লোকসান হতে পারে।
কুম্ভ- ব্যবসায়িক লেনদেন আজ সতর্কতার সঙ্গে করুন। না হলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে। বিয়েতে বাধা আসতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সমস্যা এড়ানো সম্ভব হবে। কর্মক্ষেত্রের বদল হতে পারে।
মীন- আজ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। সাইনাস বা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে সমস্যা হবে। পারিবারিক বিরোধের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। আগুন থেকে বিপদ হতে পারে।