Today Horoscope:অগাস্টের ধনযোগে থাকছেন আপনি ?এই তালিকায় ৪ রাশি

97

ডিজিটাল ডেস্ক ৩০শে জুলাইঃ ২০২৫ সালের অষ্টম মাস,অগাস্ট,শুরু হতে চলেছে। এই মাসে অনেক বড় গ্রহের গোচর ঘটছে। গ্রহরাজ,সূর্য,এক বছর পর তার নিজস্ব রাশি সিংহ রাশিতে গোচর করবে। বুধ এবং শুক্রও তাদের রাশি পরিবর্তন করবে। গ্রহের এই গোচর কিছু শুভ যোগ তৈরি করছে যা বৃষ রাশি সহ ৪টি রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা বয়ে আনবে। আজ সকাল ৫টা ৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের দিন। সিদ্ধিদাতার কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অগাস্ট মাসে গ্রহের অবস্থান অনেক শুভ যোগ তৈরি করছে । এই রাশির জাতকদের আয় বৃদ্ধির পাশাপাশি অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বলা যেতে পারে যে এগুলি অগাস্ট মাসের ভাগ্যবান রাশি(Today Horoscope)।

মেষ- পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক কর্মকাণ্ড থেকে আজ বিরতি নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে অন্যের ভুলভ্রান্তির দায় আজ আপনাকে নিতে হবে। গুরুজনের শরীর খারাপ হতে পারে। জলবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন এবং চিকিৎসার খরচ বাড়তে পারে।

বৃষ– সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে বৃষ রাশির জাতকদের। পর্যটনের ব্যবসা লাভজনক হবে। নতুন বাড়ি কেনার সুযোগ পেতে পারেন। কোনও হিতৈষী ব্যক্তির দ্বারা সাংসারিক গোলযোগ মিটবে। চিকিৎসা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। অগাস্ট মাস বৃষ রাশির জাতকদের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। বিশেষ করে শুক্রের রাশি পরিবর্তন আপনাকে ধন-সম্পদ দেবে। আপনি বকেয়া অর্থ পাবেন। অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টা সফল হবে। সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন– অজানা কিছু সমস্যা কর্মক্ষেত্রে উন্নতির বাধা হতে পারে। জীবনসঙ্গীর শরীর খারাপ হতে পারে। ব্যবসায় নতুন উদ্যোগ ফলপ্রসু হবে। অনিয়মিত খাদ্যাভ্যাসে শরীর খারাপ হবে। সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আয় বাড়লেও খরচও বেশি হবে। আপনার কর্মজীবনে অগ্রগতি হবে। আপনি নতুন সুযোগ পাবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। আপনি আর্থিকভাবে লাভবান হবেন। সময় ভালো যাবে।

কর্কট- নতুন পরিকল্পনায় সাফল্য আসবে। আচমকা শরীর খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে আইনি জটিলতার মুখে পড়তে পারেন। পাওনা টাকা উদ্ধার করতে বাধার মুখে পড়বেন। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের সমস্যা মিটে যেতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা আছে।

সিংহ– অপ্রয়োজনীয় খরচ না কমালে সমস্যায় পড়তে পারেন। আত্মীয়দের শত্রুতায় আইনি সমস্যা আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। অংশীদারি ব্যবসায় লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। অগাস্ট মাসে সূর্যের নিজস্ব রাশি সিংহ রাশিতে গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। আয়ও বৃদ্ধি পাবে এবং আপনি বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন।

কন্যা- উচ্চ রক্তচাপ বা ক্রনিক অসুখে শারীরিক ভোগান্তি হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে আজ। পারিবারিক কিছু গোলমাল এলেও তা সহজেই সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে ঝামেলা বা বিবাদে জড়ালে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তুলা- আজ আয় মন্দ হবে না। কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়বে। পুরোনো যোগাযোগের মাধ্যমে আজ আপনার ব্যবসায় লাভ হবে। কাউকে আর্থিক সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুতার কবলে পড়তে পারেন।

বৃশ্চিক- পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অহেতুক চিন্তা বাড়তে পারে। ঘর-বাড়ি সংক্রান্ত সদর্থক সিদ্ধান্ত নিতে পারেন। অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে সমস্যায় পড়বেন। প্রেমের সমস্যার কারণে মানসিক অবসাদ আসতে পারে। আইনি গোলযোগ এড়িয়ে চলুন।

ধনু- বিয়ের কথা এগোতে পারে। যৌথ বা অংশীদারি ব্যবসায় লাভ বাড়বে। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নবান থাকুন। রক্তপাতের আশঙ্কা রয়েছে। প্রতিবেশীকে বিশ্বাস করে গোপন কথা জানালে সমস্যায় পড়তে পারেন। বৃহস্পতি এবং শুক্র আপনার আয় বৃদ্ধি করতে পারে। আপনার কাজের ভালো ফলাফল পাবেন। সমস্যা দূর হবে।

মকর- আজ নতুন উদ্যোগে ব্যবসা শুরু করতে পারেন। স্ত্রী রোগের প্রবণতা বাড়তে পারে। শত্রুবৃদ্ধি হলেও ক্ষতির সম্ভাবনা নেই। ঋণ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন। গুরুজনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।

কুম্ভ- বাড়ির গুরুজনের চিকিৎসার কারণে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। দূর দেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়া অনিয়মের কারণে হজমের গোলমালে ভুগতে হতে পারে। প্রতিবেশীর কারণে অর্থ ব্যয় হতে পারে।

মীন – সংসারে খরচের ভার বাড়বে। পিতৃস্থানীয় গুরুজনকে নিয়ে উৎকণ্ঠা বাড়বে। কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারেন। ব্যবসায় কাজের অগ্রগতি হবে কিন্তু যৌথ বা অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়তে পারে। দাম্পত্যে আইনি জটিলতা আসবে। রোজগারের নতুন পথ পেতে পারেন।