Today Horoscope: শ্রাবণ কৃষ্ণায় সূর্যদেবের দিন আজ ,ছুটিরদিন কেমন যাবে আপনার?

55

ডিজিটাল ডেস্ক ১০ই অগাস্টঃ চাঁদ আজ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য এখন কর্কট রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ বেলা ১২টা ৯ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র এবং তারপর শতভিষা নক্ষত্র। আজ সকাল ৫টা ১২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার দিন। সূর্যদেবের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।

মেষ- আজ ন্যায্য প্রাপ্তি পেতে বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক সমস্যার সমাধান হলেও মানসিক চিন্তা থেকেই যাবে। পুরোনো বন্ধুর সাহায্যে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। গুপ্ত শত্রুরা বিপদে ফেলার চেষ্টা চালাবে। সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খরচ হতে পারে।

বৃষ- উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন বৃষ রাশির জাতকরা। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। সুগন্ধি ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। কোনও বন্ধুকে অর্থ সাহায্য করলে বিপদে পড়তে পারেন।

মিথুন- আজ উপকারের প্রতিদান আপনি পাবেন না। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। চুক্তিভিত্তিক কোনও কাজে নিয়োগ হতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আশানুরূপ ফল নাও পেতে পারেন।

কর্কট- আচমকা শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ঝুঁকি আজ না নেওয়াই ভালো। গলা বা দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। পর্যটনের ব্যবসা লাভজনক হবে। পরিবারের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হবে। তীর্থস্থানে ভ্রমণ হতে পারে।

সিংহ- অংশীদারি ব্যবসা থেকে ক্ষতির ইঙ্গিত রয়েছে। নতুন কোনও সৃজনশীল উদ্ভাবনী কাজ শুরু করতে পারেন। পুরোনো অসুখ বাড়ায় কষ্ট পাবেন। জ্ঞাতিশত্রুতার কারণে দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে জটিল কাজ করতে পারবেন।

কন্যা- উচ্চ রক্তচাপের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতকরা। ব্যবসায় কাজের চাপ বাড়বে। দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে পারে। আজ শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। জলপথে সফর করলে বিপদের আশঙ্কা রয়েছে।

তুলা- কাউকে অর্থ সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন। সৌখিন দ্রব্য কিনতে বাধা পেতে পারেন। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগবিতন্ডা থেকে দূরে থাকুন। আইনি সমস্যা সৃষ্টি হতে পারে। চর্ম রোগের প্রকোপ বাড়বে।

বৃশ্চিক- আজ নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। কোনও কাছের বন্ধুর থেকে বিপত্তি হতে পারে। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। যানবাহনের যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। ভ্রমণে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু- আজ সংসারে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হতে পারে। ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় লোকসান হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। সাংসারিক খরচ বাড়তে পারে। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।

মকর- অর্থের অপচয় করা আজ উচিত হবে না। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন মকর রাশির জাতকদের। ব্যবসায় সাফল্য আসবে। সাংসারিক খরচ কিছুটা বাড়তে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

কুম্ভ- আজ অযথা মানসিক চিন্তা বাড়বে। সর্দি ও ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। কাছের আত্মীয়ের থেকে দুঃসংবাদ পেতে পারেন। সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন- প্রাপ্য বকেয়া টাকা পেতে আজ সমস্যা হবে। অংশীদারি ব্যবসায় আজ ক্ষতির মুখে পড়তে পারেন। চিকিৎসার খরচ বাড়তে পারে। উচ্চশিক্ষার কারণে বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। হাড়ে আঘাত লেগে বিপদ হতে পারে। ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে।