ডিজিটাল ডেস্ক ১৬ই অগাস্টঃ আজকের রাশিফল শনিবার ১৬ অগস্ট ২০২৫ । চাঁদ আজ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করবে। সূর্য আজ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ৯টা ৩৪ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা অষ্টমী তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ কৃষ্ণা নবমী তিথি। আজ বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে ভরণী নক্ষত্র এবং তারপর কৃত্তিকা নক্ষত্র। আজ সকাল ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতার দিন। গ্রহরাজের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।
মেষ- আজ উদ্বেগ বাড়বে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রের বিরূপ পরিস্থিতি আজ মানিয়ে নিতে সক্ষম হবেন। ব্যবসায় ভুল সিদ্ধান্তের জেরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বকেয়া অর্থ পেতে সমস্যা হবে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় ভালো সুযোগ পেতে পারেন।
বৃষ-নতুন বাড়ি কেনার সম্ভাবনা প্রবল। অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট হতে পারে। ভুল বোঝাবুঝিতে দাম্পত্য সম্পর্ক তিক্ত হবে। উপযুক্ত স্থানে টাকা বিনিয়োগ করলে আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কাউকে আর্থিক সাহায্য করলে প্রতারিত হতে পারেন।
মিথুন- যাবতীয় প্রতিবাদ এড়িয়ে চলুন। আজ ন্যায্য প্রাপ্য পেতে পারেন। ইট, বালি, ইমারতির দ্রব্যের ব্যবসা আজ আশানুরূপ হবে। উচ্চশিক্ষায় ভালো সুযোগ পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কমিশন ভিত্তিক কাজে লভ্যাংশ বাড়তে পারে।
কর্কট- আজ পারিবারিক দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখুন। আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মামলা থেকে নিষ্কৃতি লাভ করতে পারেন। ব্যবসায় নতুন প্রকল্প নিয়ে আজ এগোতে পারেন। প্রেমের সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ- আত্মীয়দের সঙ্গে সমস্যা হতে পারে সিংহ রাশির জাতকদের। পারিবারিক কারণে অত্যধিক খরচ হতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা উচিত। আত্মীয় বিরোধের সম্ভাবনা রয়েছে। পুরোনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন।
কন্যা- দীর্ঘমেয়াদী রোগভোগের সম্ভাবনা বাড়তে পারে। সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়তে পারে। নতুন কিছু উদ্যোগ শুরু করার জন্য আজ শুভ সময়। কিছু ভুল বোঝাবুঝি এবং অসাবধান বাক্যালাপে সম্পর্ক তিক্ত হতে পারে। একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তুলা- ব্যবসায়ীরা আজ বিশেষ লাভবান হবেন। হঠকারিতায় আজ কোনও সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত কারণে সঞ্চিত অর্থ ব্যয় হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিবাদ এড়িয়ে চলুন। সাংসারিক বিষয়ে উৎকণ্ঠা বাড়তে পারে।
বৃশ্চিক- প্রিয়জনের উপদেশে সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ ও বিড়ম্বনা ভোগ করতে হতে পারে। দাম্পত্যে সুখ বাড়বে ও সপরিবারে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও উদ্যোগ আজ শুরু করতে পারেন। গোপন প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে।
ধনু- পেটের সমস্যা বাড়তে পারে। অনিশ্চিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে অন্যত্র ট্রান্সফার হতে পারেন। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আটকে থাকা ঋণ মঞ্জুর হতে পারে।
মকর- প্রিয় বন্ধুর থেকে আজ উপকার পেতে পারেন। হজমের গোলমাল হতে পারে। নতুন ব্যবসায় লভ্যাংশ বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অসর্তকতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আজ সুদূরপ্রসারী কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শত্রুবৃদ্ধির সম্ভাবনা প্রবল। নতুন বাড়ি কেনার সুযোগ পেতে পারেন।
কুম্ভ- আজ আইনি সমস্যা এড়িয়ে চলুন মকর রাশির জাতকরা। পরোপকার করতে গিয়ে সমস্যায় জড়াতে পারেন। কাছাকাছি ভ্রমণ হতে পারে। স্নায়ুর সমস্যা বা হৃদরোগের সম্ভাবনা প্রবল। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে।
মীন- মানসিক অবসাদ বাড়তে পারে। পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। স্ত্রী-রোগের প্রকোপ বাড়তে পারে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। দাম্পত্যে অশান্তি বাড়বে।