Today Horoscope: সোমে শিবশম্ভুর দৃষ্টিগোচরে একাধিক রাশি,বিরাট পরিবর্তন আপনার ভাগ্যে ?

69

ডিজিটাল ডেস্ক ১৮ই অগাস্টঃ আজকের রাশিফল সোমবার ১৮ অগস্ট ২০২৫ । চাঁদ আজ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করবে। সূর্য সবে সিংহ রাশিতে প্রবেশ করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা দশমী তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ কৃষ্ণা একাদশী তিথি। আজ হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে মৃগশিরা নক্ষত্র এবং তারপর আর্দ্রা নক্ষত্র। আজ সকাল ৫টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের দিন। শিবের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।

মেষ- দিনটি এই রাশির জাতক-জাতিকার কাছে দারুন সুযোগ নিয়ে আসবে। আজকে অফিসে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। আপনাকে পুরস্কৃত করা হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

বৃষ- কোনও কঠিন সমস্যার মুখোমুখি হতে পারেন। মেজাজ হারাবেন না। শান্ত থাকুন। নিজের উপর আস্থা রাখুন। স্বাস্থ্য ভালোই থাকবে। সঞ্চয়ে নজর দিন।

মিথুন- আজকের দিনটি খুশির খবর নিয়ে আসবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালোই থাকবে। দারুণ সন্ধ্যা আপনার জন্য অপেক্ষা করছে। স্ত্রীকে মনের কথা বলুন।

কর্কট- আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে চাপ নেবেন না। দিনের শেষে আপনি শান্ত এবং স্বস্তি বোধ করবেন। নিজের উপর আস্থা রাখুন। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

সিংহ- সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুফল পাবেন। দিনটি নতুন ধারণা নিয়ে আসবে। অর্থ সঞ্চয়ে নজর দিন। স্বাস্থ্য ভালোই থাকবে।

কন্যা- হঠাৎ নতুন সমস্যা দেখা দেবে। শান্ত থাকুন। মেজাজ হারাবেন না। ভালোবাসার লোককে হতাশ করবেন না। দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা অর্থ কাজে আসবে।

তুলা- গুরুজনদের উপদেশ কাজে আসবে। অন্যের কথা ভালো করে শুনুন। আগে থেকে কথা বলতে যাবেন না। অফিসে কাজের গতি বৃদ্ধি পাবে। পরিবারকে সময় দিন।

বৃশ্চিক- আপনার সামনে আসা সুযোগকে কাজে লাগান। অফিসে আপনার কাজের প্রশংসা করা হতে পারে। নিজের উপর আস্থা রাখুন। কোনও কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না।

ধনু- ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য পাবেন। বস আপনার কাজের প্রশংসা করবে। দারুন সন্ধ্যা আপনার অপেক্ষায়। অনেক কষ্টের পর সাফল্য, মনে তৃপ্তি আনবে।

মকর- অতীতের বিনিয়োগ থেকে লাভের আশা রয়েছে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে সময় কাটান।

কুম্ভ-কোনও সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসবেন না। বন্ধুদের থেকে সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। দিনটি শুভ।

মীন-কোন শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য। জীবনে ছোট ছোট ইঙ্গিতগুলিকে উপেক্ষা করবেন না। অর্থনৈতিক দিক ভালোই থাকবে।