ডিজিটাল ডেস্ক ২০শে জুলাইঃ আজ বুধবার ২০শে অগাস্ট ২০২৫ । চাঁদ আজ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে। সূর্য এখন সিংহ রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পুনর্বাসু নক্ষত্র এবং তারপর পুষ্য নক্ষত্র। আজ সকাল ৫টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতির দিন। সিদ্ধিদাতার কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে(Today Horoscope)।
মেষ- আজ কর্মক্ষেত্রে বিরোধিতার মুখে পড়তে পারেন। নতুন চাকরি পেতে বাধা আসতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। উচ্চশিক্ষায় অভাবনীয় নতুন সুযোগ পেতে পারেন। ভাই-বোন ও প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। কাছেপিঠে ভ্রমণের যোগাযোগ হতে পারে।
বৃষ- পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হবে বৃষ রাশির জাতকদের। নতুন বাড়ি কেনা বা নির্মাণের সুযোগ আসতে পারে। আপনার প্রিয় বন্ধুর কোনও অমঙ্গল হতে পারে। আমদানি রপ্তানির ব্যবসা লাভজনক হবে। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ থেকে দূরে থাকুন।
মিথুন- কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় লাভের মুখ দেখবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবার সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট- অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারকে সময় দিন। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে।
সিংহ- অহংকার এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যেকোনও নতুন কাজ আজ শুরু করতে পারেন। সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন। অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা- স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। হজমের সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়বে। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। গৃহে শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। দেখে শুনে রাস্তা পার হোন।
তুলা- অজানা কিছু সমস্যা কর্মক্ষেত্রে আপনার উন্নতির পথে বাধা হতে পারে। নতুন ব্যবসার উদ্যোগ নিলে আজ তা ফলপ্রসু হবে। অনিয়মিত খাদ্যাভ্যাসে শারীরিক অস্বস্তি বাড়তে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। অর্থাগম হলেও ব্যয়ভার বেশি থাকবে। ঋণ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন।
বৃশ্চিক- আজ আর্থিক বিনিয়োগের আগে বাস্তবতা যাচাই করে দেখুন। চেষ্টা করলে নতুন চাকরি পেতে পারেন। আর্থিক স্বাচ্ছল্য আসবে জীবনে। গৃহ নির্মাণ সামগ্রীর ব্যবসা লাভজনক হবে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন।
ধনু- আজ ধনু রাশির জাতকদের সার্বিক পরিস্থিতিতে সাময়িক জটিলতা থাকবে। সামাজিক কাজে অনুদানের জন্য অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা থাকছে। প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। নতুন কর্মসংস্থানের যোগাযোগ আসতে পারে।
মকর- আজ সংসারে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। গুরুত্বপূর্ণ কথা পাঁচ কান করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মহীনদের ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। মায়ের শরীর-স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। দীর্ঘদিনের রোগভোগ থেকে মুক্তির আশা রয়েছে।
কুম্ভ- আপনার বাকচাতুর্যে আজ জটিল সমস্যার সমাধান হবে। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে ও অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়তে পারে।
মীন- নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্যে অশান্তি বাড়বে। মানসিক অবসাদ বাড়তে পারে। পুরোনো অসুখের প্রকোপ বাড়তে পারে। পছন্দমত চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাসায়নিক দ্রব্য, ইমারতি দ্রব্যের ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন।