ডিজিটাল ডেস্ক ২৬জুনঃ চাঁদ আজ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে। সূর্য এখন মিথুন রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত আষাঢ় শুক্লা প্রতিপদ তিথি। তারপর শুরু হবে আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথি। আজ সারাদিন ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৮টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে আর্দ্রা নক্ষত্র। তারপর শুরু হবে পুনর্বাসু নক্ষত্র। আজ ৪টে ৫৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিবার হল শ্রীবিষ্ণুর দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক (Today horoscope)
মেষ :বিদেশে পেশাগত শিক্ষার সুযোগ আসতে পারে। ক্রীড়া ক্ষেত্রে সফলতা মিলবে। তবে ব্যবসা ও পেশাগত জীবনে চাপ কিছুটা বেড়ে যেতে পারে।
বৃষ :আজকের দিনটি যেকোনও কাজের জন্য শুভ। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে।
মিথুন :পেশাগত ক্ষেত্রে উন্নতি ও আয় বৃদ্ধি সম্ভাব্য। সম্মান ও সুনাম লাভের সম্ভাবনা রয়েছে। তবে পেট ও নার্ভজনিত সমস্যা দেখা দিতে পারে, মানসিক চাপ কমাতে হবে।
কর্কট :সামাজিক কাজকর্মে সফলতা ও সম্মান পাওয়া সম্ভব। কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে—বিশেষ করে পেট ও স্নায়বিক সমস্যা হতে পারে। বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
সিংহ :বাড়ি ও বাইরে শত্রুতার পরিবেশ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসবে। ব্যবসা ও পেশার ক্ষেত্রে মিশ্র ফল। আঘাত লাগার সম্ভাবনা আছে, সাবধানে থাকুন।
কন্যা :ব্যবসায় ভালো লাভ হতে পারে। শিল্পী, লেখক, আইনজীবী ও পেশাদারদের জন্য দিনটি শুভ। কম্পিউটার সংক্রান্ত পেশায় কর্মরতরা কাজকর্মে বাড়তি সতর্কতা নিন।
তুলা :হঠাৎ করে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে মানসিক শক্তি হ্রাস পাবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাবে। হতাশা পেতে পারেন।
বৃশ্চিক :ব্যবসায় প্রসার ও অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য কাজের সফলতা ও সম্মান লাভের দিন। দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি পাবে।
ধনু :কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা দেবে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি সম্ভব। আয় বাড়বে। কর্মসূত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মকর : ব্যবসায় কিছুটা ধীরগতি দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান অর্জনের সুযোগ আসবে। তবে শারীরিক আঘাত ও রক্তপাতের আশঙ্কা আছে, সাবধান থাকুন।
কুম্ভ:অনেক চেষ্টার পর কঠিন কাজ সম্পন্ন হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হতে পারে। অর্থনৈতিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে।
মীন :পেশাগত দিক থেকে দিনটি অনুকূল। তবে পারিবারিক অশান্তি ও ঝামেলা মনঃকষ্টের কারণ হতে পারে। উচ্চ স্থান থেকে পতন বা রক্তপাতের আশঙ্কা রয়েছে—সতর্ক থাকুন।