Today Market Price:পকেটে টান ,অধিকাংশই বাজারে শেষ! সঞ্চয় অধরাই , নজরে থাক বাজারদর

8

ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে লেপটে থাকা বাজারদর নিয়ে রোজই বাঙ্গালির কপালে ভাঁজ ফেলছে । প্রতিদিনের ক্রমবর্ধমান জিনিসপত্রের দামে নাজেহাল মানুষ। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের এবং বাজারের কি দাম চলছে তা নজরে রাখতেই হয়। আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯২.০২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা । আজ কলকাতায় বাজারদর কি বলছে আজকের বাজার (Today Market Price)

আলু – ৩০-৩৫টাকা , চাল – ৬০ টাকা
পটল – ৪০-৫০ টাকা , মুগডাল – ১০০-১২০ টাকা
পেঁয়াজ – ৩৫-৪০ টাকা , মুসুরডাল – ৯০-১১০ টাকা
ঢেঁড়স – ৪০-৪৫টাকা , মাছ – ১৮০- ২০০ টাকা
লেবু – ৮-১০ টাকা , মাংস – ৮০-১২০ টাকা
সজনে –৯০-১২০টাকা , কুমড়ো – ২৫-৩০ টাকা

আজকের নিফটি ৫০ – ২৫,৬৩৭.৮০ । সেনসেক্স -৮৪,০৫৮.৯০ । হোম লোনে সুদ কমে যাওয়ায় পুরনো ঋণ গ্রহীতাদের কাছে দুটো সুযোগ খোলা রয়েছে। এক, মাসিক কিস্তির টাকা না কমিয়ে ঋণের সময়সীমা কমিয়ে দেওয়া। আর দুই, ঋণের মাসিক কিস্তির পরিমাণ কমিয়ে দেওয়া। এতে ঋণের সময়সীমা একই থাকবে। দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সুদ কমলে ঋণের সময়সীমা কমানো হলে আগের তুলনায় অনেক তাড়াতাড়ি পরিশোধ হতে পারে লোন।

অনেক চাকুরিজীবী আবার বোনাস পান। ফলে, বোনাস হিসাবে পাওয়া অর্থ দিয়ে কেউ যদি ঋণ তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চান, তাহলেও মেয়াদ শেষ হওয়ার আগেই ঋণের হাত থেকে বাঁচতে পারবেন। কোনও ব্যক্তি ২০ বছরের জন্য ৪০ লক্ষ টাকা হোম লোন নিলে ৮.৫ শতাংশ সুদের হারে তাতে ইএমআই হয় ৩৪ হাজার ৭১৩ টাকা। এবার সুদের হার ১ শতাংশ কমে যাওয়ায় ৭.৫ শতাংশ সুদের হারে প্রায় একই ইএমআই দিলে ৪০ লক্ষ টাকা শোধ হয়ে যাবে ১৭ বছরে। এতে গ্রাহক সুদ হিসাবে প্রায় ১৩ লক্ষ টাকার কাছাকাছি কম খরচ করবেন।