Today Weather Updatde:ভারী বৃষ্টি সহ বিদ্যুতের ঝলকানি কলকাতা সহ রাজ্যজুড়ে ,আরামদায়ক পরিবেশ

22

ডিজিটাল ডেস্ক ২৭জুনঃ বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ। যার প্রভাবে গতকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালে রোদের দেখা পাওয়া গেলেও আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ (Today Weather Updatde)।

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আজ হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।