Today Weather Update:ফের বঙ্গে বর্ষার দোসর নিম্নচাপ ? উপকূলে বাড়তি সতর্কতা!

18

ডিজিটাল ডেস্ক ২৯জুনঃ বর্ষার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ঘনঘটা ? বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে , হাওয়া অফিস সূত্রের খবর । আর তার জেরে উইকএন্ডে দেখা যেতে পারে বৃষ্টির দাপট। যার জেরে আগামী সপ্তাহেও ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট দেখা যাবে বলে মনে করছেন আভাওয়াবিদরা । এদিন কলকাতার বিস্তীর্ণ অংশ জুড়ে বৃষ্টির সম্ভবনা সকাল থেকেই। আকাশ মেঘলা। মঙ্গলবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার কলকাতা ও হাওড়ায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Today Weather Update)।

দক্ষিণবঙ্গ—

সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। তার আগে রবিবার ভাসতে চলেছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা । মঙ্গলবারের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, রবিবার ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের তাই সতর্ক থাকতে বলা হয়েছে। রবিবার থেকে উত্তাল থাকবে উপকূল লাগোয়া সমুদ্র।

উত্তরবঙ্গ—

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই ভারী বৃষ্টি চলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া কালিম্পংয়ে রবিবার পর্যন্ত, আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।