Today Weather Update:রাজ্যের পশ্চিমাঞ্চল গুলিতে ‘কমলা’ সতর্কতা,বাড়তি নজর উপকূলে ,বঙ্গোপসাগরে নিম্নচাপের জের

19

ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার নিম্নচাপ তৈরি হয়েছিল । এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেলেও এই দফাতেও ওড়িশায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ঝাড়খণ্ডেও বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপগ্রহচিত্র থেকে পাওয়া ছবি থেকে মনে করা হচ্ছে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ওই নিম্নচাপটি ফের ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোর নতুন করে ভেজার সম্ভাবনা খুব বেশি। হাওয়া অফিসের মতে আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। গত কয়েক দিন নিয়মিত বৃষ্টির ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে আজ থেকে আগামি ৭ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১৫টি জেলাতেই। বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলের দিকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে (Today Weather Update)।

দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গ জুড়ে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ বাড়লেও নিম্নচাপের বেশি প্রভাব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পড়বে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে । দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। তবে সোমবার সকালের পরেও দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি অব্যাহত থাকবে। আপাতত আগামী ৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে ধীরগতিতে অগ্রসর হবে। উত্তর ওড়িশা, দক্ষিণবঙ্গ হয়ে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে
তার প্রভাবে এরাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়বে। কারণ অতিবৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি ডিভিসির মাইথন-পাঞ্চেত থেকে তখন বেশি পরিমাণে জল ছাড়তে হয়। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি জুন মাসের মাঝামাঝি সময়ে যে নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির গতিপথ প্রায় একইরকম ছিল বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে ওই নিম্নচাপটির শক্তি তুলনামূলকভাবে বেশি ছিল। সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অগ্রসর হয়েছিল। এখন বর্ষার স্রোত সক্রিয় থাকায় নিম্নচাপটি অতটা শক্তি বৃদ্ধি করবে না বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এটি সাধারণ নিম্নচাপ হিসেবেই থাকবে বলে মনে করা হচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি ও লাগোয়া ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে বিপদের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, সোমবার সকাল পর্যন্ত ওড়িশা ও ঝাড়খণ্ডের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ‘ফ্লাশ ফ্লাডের’সতর্কতা দিয়ে রেখেছে।

উত্তরবঙ্গ
হাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রতি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাব‍না রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও আছে। পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার এর মতো বৃষ্টি হতে পারে ।

রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে না-যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ জোরালো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত হওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা ।