Today Weather Update:আজ স্বস্তি, সোমেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস এই ২০ জেলায়

6

ডিজিটাল ডেস্ক ১২ই জুলাইঃ নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে। তবে বৃষ্টির দাপট এখনই কমছে না। আজ খানিকটা স্বস্তি। দিনভর ভারী বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে মাঝেমধ্যে উঁকি দিতে পারে রোদ।পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কার কথায়,‘দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুব বেশি। তাই, আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। বৃষ্টি বন্ধ হলে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আজ কলকাতায় মেঘলা আকাশের মাঝে মাঝে রোদের ঝলকানির দেখা যাবে সারাদিন ধরেই। কলকাতা সহ শহরতলির বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সারাদিন ৩০ ডিগ্রি সেলসিয়াস(Today Weather Update)। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঝোড়ো হাওয়া থাকবে ১২ কিমি বেগে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলো নতুন করে বৃষ্টি পাবে। বাকি জেলাতেও বৃষ্টি বাড়বে।’ আভাওয়াবিদরা জানাচ্ছেন , পশ্চিম ভারতে কোঙ্কন উপকূলেও সামনের সপ্তাহে বৃষ্টির প্রাবল্য বাড়বে।

দক্ষিণবঙ্গ আবহাওয়া
সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই। আজও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অন্য জেলাগুলি আজ শুষ্কই থাকবে। সোমবার অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বৃষ্টির দাপট শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ১৪ ও ১৫ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা কমবে। কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার, ১৩ জুলাই থেকে আবহাওয়া ফের বদলাবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।