ডিজিটাল ডেস্ক ৬ জুনঃ পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। আজকের সূর্যোদয় ৫ টা ২২ মিনিটে । ও সূর্যাস্ত৭ টা ১৬ মিনিটে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি। এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। নক্ষত্ররা কি বলছে আজ -(Todays Horoscope)
মেষ: গৃহে শুভ অনুষ্ঠানের তোড়জোড় হবে। শিল্পী ও ডাক্তারদের ক্ষেত্রে সুখবর, আয় বৃদ্ধি পাবে। বন্ধু সঙ্গে ক্ষতির আশঙ্কা।
বৃষ: সপরিবারে তীর্থ দর্শন ও আত্মিক শান্তি। অর্থকর্মের দিকে উন্নতি হবে। শুভ কর্মে ব্যয় বৃদ্ধি।
মিথুন: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ। স্ত্রীসূত্রে ধনলাভ হতে পারে। পেশাদারদের কর্ম উন্নতি ও সাফল্য।
কর্কট: যে কোনও কর্মে অগ্রগতির আশা আছে । আর্থিক প্রগতি ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ: কাজকর্মে চমকপ্রদ উন্নতি। ধনোযোগ উত্তম। মানসিক অস্থিরতা ও উত্তেজনা থাকবে।
কন্যা: যে কোনও কর্মের প্রসার ও উন্নতি। কর্মস্থলে উপরওয়ালাদের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন। অস্থি গ্রন্থির সমস্যায় কষ্ট ভোগ।
তুলা: জটিল কর্মের অনায়াস সাফল্যের সুনাম বৃদ্ধি। অর্থকড়ি উপার্জন বৃদ্ধি পাবে। শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে।
বৃশ্চিক: অর্থনৈতিক প্রচেষ্টায় সাফল্য। কাজকর্মে উন্নতি। বাক্যে সংযত হন।
ধনু: বহুকাঙ্ক্ষিত কোনও সুখবরে মানসিক শান্তি পেতে পারেন । আইনি কর্মে সাফল্য। দাম্পত্য ক্ষেত্রে সখ্যতা বৃদ্ধি।
মকর: যে কোনও কর্মে ও ব্যবসায় উন্নতির যোগ। উপার্জন অনেকটাই বাড়বে। স্বাস্থ্য সচেতনতা দরকার।
কুম্ভ: ব্যবসায় কেনা বেচা ও লাভ বৃদ্ধি। অফিসকর্মীদের পক্ষে দিনটি শুভাশুভ মিশ্র। আঘাতযোগ আছে।
মীন: পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তা। কাজকর্মে অগ্রগতি হবে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকতে পারে ।