Traffic Jam In Kolkata:তিলত্তমায় যানজটের খবর আগেভাগে,মিছিল-মিটিং-র জের

11

ডিজিটাল ডেস্ক ১৬ই জুলাইঃ সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। এর মধ্যেই আজ, বুধবার কলকাতায় রয়েছে একাধিক মিটিং-মিছিল। সকাল থেকে কলকাতার রাস্তার হালহকিকত কেমন? জেনে নিন আজকের ট্রাফিক আপডেট(Traffic Jam In Kolkata)।

কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, বেলা ১টায় একটি মিছিল রয়েছে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হবে। মিছিলে বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে সকাল থেকেই বেশ কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র দে স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং-এ শেষে হবে। সকাল ১০টা থেকেই এই রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

বিকল্প রাস্তা হিসেবে শিয়ালদহ থেকে এমজি রোড, রাজাবাজার, বেকবাগান, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি ব্যবহার করতে পারেন। এই মিছিলটি ছাড়া এ দিন আরও একটি মিছিল রয়েছে ভাঙড় ব্রিজের কাছে। বেলা ৩টে নাগাদ ভাঙড় ব্রিজ থেকে ঘটকপুকুর বাজার পর্যন্ত এই মিছিল হবে। এই মিছিলে ৬ থেকে ৭ হাজার লোক হতে পারে। এ ছাড়া কলকাতায় বড় কোনও সমাবেশ বুধবার নেই।

সকাল থেকে বৃষ্টি হলেও রাস্তা জলমগ্ন হয়ে যান চলাচল ব্যাহত হওয়ার কোনও খবর নেই। সকালের দিকে কয়েকটি রাস্তায় ট্রাফিক চলাচল কিছুটা শ্লথ রয়েছে। বেলা বাড়লে ট্রাফিকের চাপ বাড়বে বলেও জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। নিয়মিত ট্রাফিক আপডেটের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নজর রাখতে পারেন। অথবা, যোগাযোগ করতে পারেন 2214-1457, 2250-5096, 2214-3644 নম্বরগুলিতে।