ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : সোমবার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ। শহিদ স্মরণ অনুষ্ঠানের জন্য কলকাতা হাই কোর্ট একাধিক শর্ত আরোপ করেছে। আদালতের নির্দেশ মেনে কলকাতা পুলিশ তৈরি করেছে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দিষ্ট পরিকল্পনা। সেই অনুযায়ী শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Traffic On 21st July)।
এই বিজ্ঞপ্তি অনুসারে:-
ধর্মতলার অভিমুখে যেসব রাস্তায় গাড়ি চলবে, সেখানে কোথাও গাড়ি দাঁড় করানো যাবে না। প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা হবে।
কোনও রাস্তায় যানজট হলে আশেপাশের ছোট রাস্তাগুলিকে ব্যবহার করা হবে বিকল্প পথ হিসেবে।
সোমবার ভোর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে মাছ, মাংস ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী গাড়িগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে নিম্নলিখিত রাস্তাগুলিতে :
আমহার্স্ট স্ট্রিট
বিধান সরণি
কলেজ স্ট্রিট
ব্রাবোর্ন রোড
বেন্টিঙ্ক স্ট্রিট
স্ট্র্যান্ড রোড
বিবি গাঙ্গুলি স্ট্রিট
নিউ সিআইটি রোড
রবীন্দ্র সরণি
নিম্নলিখিত এলাকাগুলিতে গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে:
হেস্টিংস ক্রসিং
ক্যাথিড্রাল রোড
লাভার্স লেন
হসপিটাল রোড
ক্যাসুরিনা অ্যাভিনিউ
প্রতিবছরের মতোই ২১ জুলাইকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের এই দিনে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশি গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি ঘটেছিল, তা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত। সেই শহিদদের স্মরণেই এই কর্মসূচির আয়োজন করে দল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে নির্মিত মঞ্চ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা, যার কেন্দ্রে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবছরও ২১ জুলাই উপলক্ষে বিশেষ আয়োজন করছে দল।