ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : আরও একবার লাইনচ্যুত হল ট্রেন—তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন (Train Accident)। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরি এলাকায়, যেখানে ট্রেনটি আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর নেই।
আজ শনিবার ভোরে চিত্তেরি স্টেশন থেকে ছাড়ে আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুদূর এগোনোর পর হঠাৎই প্রচণ্ড শব্দ শোনা যায়। তখনই লোকো পাইলট তড়িঘড়ি করে ট্রেন থামানোর চেষ্টা করেন—আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। ট্রেনটির একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। তাঁদের আরও অভিযোগ, লাইনচ্যুত হওয়ার সময় রেলের লাইনের একটি অংশ ভেঙে গিয়েছিল। ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, দেখা যায় হুড়োহুড়ির পরিস্থিতি।
লাইনচ্যুত ট্রেনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। তাঁদের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত বা নিহত হননি, তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে ওই রুটের পরিষেবা ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ, ট্রেনটিকে পুনরায় লাইনে ফেরানোর চেষ্টা চলছে।
তবে এখনও রেল কর্তৃপক্ষ জানায়নি, এই ঘটনার জেরে আরও কোনও ট্রেন বাতিল হয়েছে কি না কিংবা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রসঙ্গত, এর আগেও বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছে চিত্তেরি। ২০১১ সালে ঠিক এই এলাকাতেই মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ১১ জন যাত্রী, আহত হন ৭০-এরও বেশি। ফলে আজকের ঘটনাও ফের একবার রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।