ডিজিটাল ডেস্ক, ২১ মে : দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেনের গন্ডগোলের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে যাত্রী। সাঁতরাগাছি স্টেশনকে দক্ষিণ-পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে রেল ইয়ার্ডে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন সংক্রান্ত উন্নয়নমূলক কাজ চলছে।
এই কারণে ৩০ এপ্রিল থেকে দুই শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বুধবারও হাওড়া-দিঘা, দিঘা-হাওড়া এবং পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে (Train Cancel Howrah-Kharagpur)।
যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, দক্ষিণ-পূর্ব রেলে নির্ধারিত সময়সীমা মানা হয় না। সমস্যার সমাধানে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি—একদিন ঠিক থাকলেও পরদিন আবার সেই একই সমস্যা দেখা দেয়। তবে রেলের দাবি, ট্রেন পরিষেবা বুধবার আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানান, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তাঁর মতে, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
Comments are closed.