Train Derailed News:কলকাতা-সম্বলপুর এক্সপ্রেস লাইনচ্যুত,যাত্রী রক্ষা অল্পের জন্য

115

ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। আজ সকালে বেলাইন হয় কলকাতা-সম্বলপুরগামী ট্রেন। হতাহতের কোনও খবর নেই। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা(Train Derailed News)।

রেলের তরফে জানানো হয়েছে, আজ,বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সম্বলপুরের দিকে যাচ্ছিল শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। আচমকাই তা লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল আধিকারিকরা জানিয়েছেন। রেল সূত্রে খবর, বৃহস্পতিবারের এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সকলেই সুরক্ষিত আছেন। ট্রেনটি সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে। তার চার মিনিট পরই, অর্থাৎ ৯টা ২২ মিনিট নাগাদ লাইনচ্যুত হওয়ার খবর আসে। সেই খবর পেয়েই তড়িঘড়ি রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

রেল জানিয়েছে, ট্রেনের একটি অসংরক্ষিত (জেনারেল) কামরার চাকা লাইনচ্যুত হয়েছে। সম্বলপুর সিটি স্টেশন সবেমাত্র ছেড়ে খুব ধীর গতিতে এগোচ্ছিল ট্রেনটি। তখনই এই ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এক যাত্রীর দাবি, হঠাৎই একটা ঝাঁকুনির পর ট্রেনটি থেমে যায়। অনেকেই ভেবেছিলেন যে, সিগন্যাল না পাওয়ার কারণে বোধহয় ট্রেন থেমেছে। কিন্তু পরে জানা যায়, ট্রেনের একটি অসংরক্ষিত কামরার চাকা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। লাইনচ্যুত কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তোলা হয়। তার পর ট্রেনটিকে সম্বলপুরের উদ্দেশে রওনা করানো হয়।