Trinamool Procession In Kolkata:’বাংলা-বাংলাদেশি’ তর্জাতে তৃণমূলের মহামিছিল তিলত্তমায়

12

ডিজিটাল ডেস্ক ১৬ই জুলাইঃ সাম্প্রতিক সময়ে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়া বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর । তাঁদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করার অভিযোগ উঠেছে । সে আবহেই আজ বুধবার পথে বেলা ১টা নাগাদ কলেজ স্কয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতার বিরোধিতা করে সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো(Trinamool Procession In Kolkata)।

এদিনের মিছিলের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। রাস্তায়র দুপাশে পাহারায় থাকবেন ১৫০০ পুলিশ কর্মী। জেলায় জেলায়ও কর্মসূচি তৃণমূলের। এই নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতেও দেখা গিয়েছে তাঁকে ।কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ কথা জানান। সাংবাদির বৈঠক ডেকে বলেন,’ওইদিন শুধু কলকাতাই নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?’

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত,তিলোত্তমার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি করেছে তৃণমূল। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’ আজ প্রতিবাদে পথে নামবেন তিনি।