TRIPURA : বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে খেলা’র মতো অবিকল ঘটনা ত্রিপুরার ধলাইয়ে

10

TRIPURA : সরকারি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির জন্য ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নি, সাধারণত অভিযোগ আসে এমন ঘটনা নিয়ে। কিন্তু চিকিৎসককে ভালোবেসে তাঁর বদলি আটকে দিতে সমবেত প্রতিবাদের বিরল এক ঘটনা সামনে এল এবার। জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। বিরাশিমাইল হাসপাতালে আজব ঘটনা।

রঞ্জিত মল্লিক অভিনীত বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে খেলা’র মতো অবিকল ঘটনা ঘটল ত্রিপুরার ধলাইয়ে। চিকিৎসকের বদলি আটকাতে হাসপাতাল ঘেরাও করে আন্দোলনে সামিল হলেন গ্রামের সাধারণ মানুষ। আট থেকে আশি, পুরুষ থেকে মহিলা সবাই সামিল ছিলেন প্রতিবাদে। দাবি ছিল একটাই। স্থানীয় চিকিৎসককে বদলি করা চলবে না।

ত্রিপুরার ধলাই জেলার বিরাশিমাইল হাসপাতালের ঘটনা। স্থানীয় চিকিৎসক আকাশ ভৌমিকের বদলি নিয়ে সামান্য এক ঘটনা বিশাল রূপ নেয় শেষপর্যন্ত। বদলির নির্দেশ পেয়ে অন্য হাসপাতালে কাজে যোগ দিতে যাওয়ার সময় ওই চিকিৎসকের পথ আটকে দেন গ্রামবাসীরা।

এখানেই শেষ নয়, চিকিৎসকের পুনঃবহালের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। সবার হাতে ছিল প্ল্যা-কার্ড। আন্দোলনে সামিল এক যুবক সাগর দাসের মতে গরীব, দুস্থ রোগীদের বিনা পয়সায় চিকিৎসার পাশাপাশি রাত-বিরেতেও ডেকে পাঠালে একপায়ে খাড়া থাকেন আকাশ। ডিউটি হাওয়ার্স তাঁর কাছে কোনও মানেই রাখে না। তাই যে কোনও মূল্যে তাঁকেই চান রোগ রোগীরা।

বিশাল হাসপাতাল, কিন্তু মাত্র তিন চিকিৎসক। এরমধ্যে যদি একজনকে বদলি করা হয়, তাহলে চিকিৎসা পরিষেবাই তো বিঘ্নিত হয়ে যাবে। গোটা এই ঘটনা নিয়ে চিকিৎসক আকাশ ভৌমিক।

সমবেত এই প্রতিবাদে অসম-আগরতলা জাতীয় সড়কে সৃষ্টি হয় যানজটের। ব্যাহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরে প্রশাসনিক কর্তাদের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনতা। তবে আকাশ ভৌমিকের ট্রান্সফারের নির্দেশ প্রত্যাহার করে না নিলে আবারও প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিরাশিমাইলের আমজনতা।

Comments are closed.